কারখানার কর্মশালা থেকে আর্ট দল: চীন ও নাইজেরিয়ার লোক সংস্কৃতির মধ্যে সেতু নির্মাণ
  2020-01-21 11:27:25  cri
ইদানীং নাইজেরিয়া ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও ঘনিষ্ঠ হচ্ছে এবং নাইজেরিয়া প্রবাসী চীনারাও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক সমঝোতা বাড়িয়ে তুলছেন। নাইজেরিয়ার অর্থনৈতিককেন্দ্র এবং পশ্চিম আফ্রিকার বৃহত্তম শহর লেগোসে, কারখানার কর্মশালা-হুয়াক্সিং আর্ট দল থেকে একটি শিল্প গ্রুপ বেরিয়ে আসছে। তারা ড্রাগন ও সিংহ নাচে পারদর্শী হয়ে উঠেছে।

চীনা ও নাইজেরিয়ান গান ও নাচ, চীনা মার্শাল আর্ট এবং অন্যান্য পারফরম্যান্সের ফর্মগুলি ব্যবহার করে, চীনা ও নাইজেরিয়ান লোকসংস্কৃতির মধ্যে যোগাযোগের সেতু তৈরি হয়েছে। নাইজেরিয়ার হুয়াক্সিং আর্ট দলে পূর্বসূরি ছিল একটি চীনা সাংস্কৃতিক দল। অভিনেতারা ছিলেন মূলত কারখানার কর্মশালার তরুণ নাইজেরিয়ান।

নাইজেরিয়ান ছেলেমেয়েরা কীভাবে চীনা গান ও নাচ পছন্দ করেছে সে সম্পর্কে হুয়াক্সিং আর্ট দলের প্রধান নি মেংসিয়াও বলেন: তারা সবাই আমাদের কারখানার কর্মচারী। এর আগে, কিছু চীনা কর্মী ও স্থানীয় কর্মচারীরা রাতে অতিরিক্ত সময়ে কিছু চীনা গান বাজাতেন এবং ধীরে ধীরে স্থানীয় কর্মচারীরা গান শিখতে শুরু করেছিলেন। তাই আমরা ক্রিসমাসে বা কোনও কোনও পার্টিতে চীনা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার জন্য সংস্থার ভেতর একটি ছোট আকারের গান ও নাচের দল গঠন করি। তারা আসলেই চাইনিজ মার্শাল আর্ট, নাচ ও সংগীত এবং গান পছন্দ করে; তারা আমাদের সংস্কৃতিও পছন্দ করে।

বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশনা বাড়ার সঙ্গে সঙ্গে গান ও নাচের দলটি ধীরে ধীরে বিখ্যাত হয়ে উঠল। মূল উত্সবে পরিবেশনের পাশাপাশি, পরিবেশনার দলে নাইজেরিয়ান অভিনেতাদের প্রতিদিন কিছু কাজ করতে হয়। তারা প্রায়শই 'চীন-নাইজেরিয়া সাংস্কৃতিক বিনিময় হুয়াক্সিং ক্যাম্পাসে' সাংস্কৃতিক পরিবেশনার কাজ করে। আর্ট দলটি নাইজেরিয়ার যুব-ভাষণ প্রতিযোগিতারও আয়োজন করে।

তারা স্থানীয় শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিয়েছে। হুয়াক্সিং আর্ট দলের প্রধান নি মেংসিয়াও বলেন, গত দুই বছরে আমাদের আর্ট দলটি বসন্ত উত্সব, জাতীয় দিবস ও বিদেশি চীনাদের কিছু কার্যক্রমসহ ১৫০টিরও বেশি পরিবেশনার আয়োজন করে। এখন সবচেয়ে ভালো একটি কার্যক্রম হলো 'ক্যাম্পাসে চলে আসা', যা স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা মহলে খুব জনপ্রিয়। আমরা কেবল চীনা সংস্কৃতিই প্রচার করি না, নাইজেরিয়ান সংস্কৃতির সাধারণ বিনিময়ও প্রচারও করেছি। আমরা স্থানীয় অঞ্চলে দরিদ্র শিক্ষার্থীদের সাহায্য করি। প্রতি সপ্তাহে তাদের স্পন্সর করি এবং জনকল্যাণমূলক কার্যক্রমে অংশ নেই। বিশ বছর বয়সী মেরি ফানো কর্মশালায় কাজ করেছে এবং ৩ বছর ধরে মহড়া দিয়েছে। এখন প্রায়শই হুয়াক্সিং আর্ট দলের কোরাস পারফর্মার এবং লিড ড্যান্সার হিসাবে অভিনয় করে সে।

সে সাংবাদিকদের জানায়, আমি গান ও নাচ বিশেষ পছন্দ করি, আমরা সবসময় খুব খুশি এবং আমি আনন্দিত যে আমি আর্ট দলের অংশ! আশা করি, আমরা যা শিখেছি তা অন্যান্য দেশ ও বিভিন্ন স্থানে দেখাতে পারব।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040