সহজ চীনা ভাষা— চীনের বসন্ত উৎসব
  2020-01-27 18:47:46  cri

বন্ধুরা, গত শনিবার ছিল চীনের ঐতিহ্যবাহী বসন্ত উৎসব, অনুষ্ঠানের শুরুতে সবাইকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানাই! আজকের অনুষ্ঠানে আমরা চীনের বসন্ত উৎসব সম্পর্কে কিছু কথা বলবো এবং বসন্ত উৎসব সম্পর্কিত কিছু চীনা শব্দ ও বাক্য শিখাবো।

বসন্ত উৎসব চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উৎসব। চীনা চান্দ্রপঞ্জিকা অনুযায়ী এটি বছরের প্রথম দিন। সাধারণত জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে দিনটি আসে। উৎসব উপলক্ষ্যে বসন্ত উৎসবের আগের দিন থেকে নতুন বছরের ষষ্ঠ দিন পর্যন্ত চীনে ৭ দিনের সরকারি ছুটি থাকে। তবে উদযাপনী অনুষ্ঠান ইউয়ান সিয়াও চিয়ে বা নতুন বছরের ১৫তম দিন পর্যন্ত চলে। চীন একটি বড় দেশ হওয়ায় চীনের বিভিন্ন প্রদেশে বসন্ত উৎসব উদযাপনের রীতিনীতিতে পার্থক্য দেখা যায়। তবে একটি নিয়ম সারা দেশে বা সব উৎসবে এক ও অভিন্ন। তা হলো শুভেচ্ছা ও শুভকামনা জানানো। এ সময় চীনারা সাধারণ কিছু শুভেচ্ছা বক্তব্য দেয়।

祝您…… zhù nín আপনার ...... কামনা করা

春节快乐 chūn jié kuài lè শুভ বসন্ত উৎসব

身体健康 shēn tǐ jiàn kāng স্বাস্থ্যকর শরীর

万事如意 wàn shì rú yì সবকিছু আপনার মনমতো/ইচ্ছামতো হোক

工作顺利 gōng zuò shun lì কাজ সুষ্ঠু হবে 考试顺利পরীক্ষা সুষ্ঠু হবে

恭喜发财 gōng xǐ fā cái ধনী হোন/অনেক টাকা উপার্জন করুন।

চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্যগত উৎসব হিসেবে বসন্ত উৎসবের রীতিনীতিও অনেক ও বিভিন্ন রকমের। উত্তর চীনে ব্যাপক প্রচলিত একটি শিশু লোকসংগীতে, বসন্ত উৎসবের বিভিন্ন রীতিনীতির কথা বলা হয়। যেমন বাসা পরিষ্কার, দরজায় শুভ কথার ছত্র বা শ্লোক আঁটা, নানা ধরনের খাবার তৈরি করা, পটকাবাজি ফাটানো ইত্যাদি। বর্তমানে বিভিন্ন জায়গায়, বিশেষ করে বড় শহরগুলোতে ঐতিহ্যবাহী অনেক রীতিনীতি প্রচলিত না থাকলেও কিছু কিছু এখনও বজায় রেখেছে।

বসন্ত উৎসবের প্রথম গুরুত্বপূর্ণ রীতিনীতি হচ্ছে পরিবারের সঙ্গে পুনর্মিলন করা। এসময় দূর প্রদেশে কিংবা বিদেশে চাকরি করা লোকেরা জন্মস্থানের দিকে যাত্রা শুরু করে। বাসায় ফেরার পর গোটা পরিবার একসঙ্গে বছরের শেষ খাওয়া সম্পন্ন করবে। খাওয়া শেষে সবাই আড্ডা দেয় ও বিশেষ টিভি অনুষ্ঠান দেখে। তারপর সবাই মিলে মধ্যরাত পর্যন্ত জেগে থাকে।

বসন্ত উৎসবের প্রথম দিন লোকেরা আত্মীয়স্বজন বা বন্ধু-বান্ধবের বাড়িতে গিয়ে নববর্ষের শুভেচ্ছা জানায়। এসময় শুভেচ্ছা জানানোর পাশাপাশি আরেকটি জিনিস দেওয়া হয়; সেটি হলো 'হোং পাও'। হোং পাও অর্থ লাল খাম। খামের ভেতর টাকা থাকে। চীনারা হোং পাও পাঠানোর মাধ্যমে একে-অন্যকে নতুন বছরের শুভেচ্ছা জানায়। আর হোং পাও সাধারণত বয়স্ক মানুষ তরুণদের দিয়ে থাকে, বিশেষ করে শিশুদেরকে। তাই হোং পাও পাওয়া শিশুদের জন্য বসন্ত উৎসবের সবচেয়ে খুশির ব্যাপার।

习俗 xí sú রীতিনীতি

团圆 tuán yuan পুনর্মিলন

一起吃饭 yī qǐ chīfàn

একসঙ্গে খাবার খাওয়া 一起聊天 yī qǐ liáo tiān একসঙ্গে আড্ডা দেওয়া

亲戚 qīn qi আত্মীয়স্বজন 朋友 péng yǒu বন্ধু 亲朋好友 qīn péng hǎo yǒu

拜年 bài nián নববর্ষের শুভেচ্ছা জানানো 给您拜年

gěi nín bài nián আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাই

红包 লাখ খাম 发红包 লাখ খাম দেওয়া

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040