চীনের বসন্ত উত্সব
  2020-01-30 14:27:02  cri


দু'দিন পর চীনের ঐতিহ্যবাহী বসন্ত উত্সব। এসময় অধিকাংশ চীনা লোক বসন্ত উত্সব উদযাপনের জন্য পরিবারের সঙ্গে পুনর্মিলনের প্রস্তুতি নিচ্ছে। সারা চীনের উত্সবমুখর এ সময়ে সবাইকে বসন্ত উত্সবের শুভেচ্ছা জানাই। আজকের এ অনুষ্ঠানে আমরা একসঙ্গে চীনের বসন্ত উত্সবসংক্রান্ত কিছু গান শুনবো। আশা করি, এসব গানের মাধ্যমে চীনের বসন্ত উত্সবের আনন্দ আপনাদের কাছে পৌঁছে যাবে।

অনুষ্ঠানের শুরুতে আমরা খুব আনন্দময় একটি গান শুনবো। গানের নাম 'শুভ বসন্ত উত্সব', গেয়েছে চীনের ব্যান্ড হাও মে মে। গান ১

বসন্ত উত্সব চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উত্সব। এর রীতিনীতিও অনেক বেশি। আর, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিবারের সঙ্গে পুনর্মিলন। চীনা সংস্কৃতিতে এটি শুধু পুনর্মিলনই নয়, বরং নতুন বছরের সুখ ও পূর্ণতার প্রতীক। এক বছর দূর অঞ্চলে কাজ করার পর বসন্ত উত্সবের সময় পুনর্মিলন হচ্ছে পরিবারের যোগাযোগ ও সম্পর্ক উন্নয়নের ভালো সুযোগ।

বন্ধুরা, এখন শুনুন খুব উষ্ণ একটি গান 'পরস্পরকে ভালোবাসা'। গান ২

পুনর্মিলনের পাশাপাশি বসন্ত উত্সবের আগের দিন পরিবারের সঙ্গে মধ্যরাত পর্যন্ত জেগে থেকে নতুন বছরকে স্বাগত জানানোও বসন্ত উত্সবের অন্য একটি গুরুত্বপূর্ণ রীতি। চীনা ভাষায় একে বলা হয় 'শৌ সয়েই'। এ রাতে লোকেরা সারা রাত বাড়িতে ও উঠানে লাইট জ্বালিয়ে রাখবে, পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে খাওয়া-দাওয়া করবে, আড্ডা দেবে ও বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করবে। আর রাত ১২টা বাজার সময় লোকেরা বাইরে গিয়ে আতশবাজি বা পটকা ফোটাবে। সারা দেশ আনন্দে মেতে উঠবে।

বন্ধরা, এখন শুনুন চীনা গান 'ছু সি ইয়াও'। গান ৩

বসন্ত উত্সব সময়-সংক্রান্ত একটি উত্সব। এ উত্সব পুরানো বছরের বিদায়, নতুন বছর ও বসন্তের শুরু। এ উত্সব মানুষকে মনে করিয়ে দেয় ঋতু পরিবর্তন ও সময় চলে যাওয়ার কথা। বসন্ত উত্সবের রীতিনীতি পালন করা ও উত্সব উদযাপনের মাধ্যমে লোকজন গত বছরের লাভ ক্ষতি ও সময়ের পরিবর্তন সম্পর্কে বুঝতে পারে। তারা সময়কে আরও গুরুত্ব দিতে শিখে।

বন্ধুরা, এখন শুনুন চীনা গান 'বছরের পর বছর'।গান ৪

চীনের পঞ্জিকায় প্রতিটি বারো বছর বারোটি প্রাণীর নাম অনুসারে চিহ্নিত হয়। এই ১২টি প্রাণীর নামে নামকরণ করা ১২টি বছর পর্যায়ক্রমে ঘুরে ঘুরে আসে। আগামী বছর হচ্ছে চীনের ইঁদুর বর্ষ। ইঁদুর হচ্ছে ১২টি চক্রের প্রথম প্রাণী। চীনা সংস্কৃতিতে ইঁদুর স্মার্ট ও শক্তিশালী প্রাণশক্তির প্রতীক। ঐতিহ্যগত রীতিনীতি অনুসারে লোকেরা বসন্ত উত্সব উদযাপনের সময় ইঁদুরের প্যাটার্নযুক্ত পোশাক পরবে। আর যারা ইঁদুর বর্ষে জন্মগ্রহণ করে, তারাও লাল পোশাক পরে। মানুষ বিশ্বাস করে এভাবে দুর্ভাগ্য দূর হয়।

বন্ধুরা, এখন শুনুন সুন্দর একটি চীনা গান 'বসন্তের কথা'।গান ৫

এবার আমরা শুনবো গান 'বসন্তের প্রশংসা'। আসলে বসন্ত উত্সবে বসন্ত ঋতুর প্রশংসা করে কবিতা লেখার রীতিনীতি হাজার বছর ধরে চালু রয়েছে। লোকেরা বসন্তের প্রশংসা ও নতুন বছরের জন্য শুভকামনার শ্লোক দরজায় এঁটে দেবে। এভাবে পরিবারের জন্য সৌভাগ্য আসবে বলে বিশ্বাস করা হয়।

বন্ধুরা, এখন শুনুন চীনা গান 'বসন্তের প্রশংসা'।গান ৬

বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা একসঙ্গে বসন্ত উত্সব সম্পর্কিত আরও একটি সুন্দর গান 'বসন্ত উত্সবের শুভকামনা' শুনবো। আশা করি, গানের মাধ্যমে চীনের বসন্ত উত্সবের আনন্দ, শুভকামনা আপনাদের কাছে পৌঁছে যাবে।গান ৭

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040