'আমি গ্রীষ্মকাল ভালবাসি'
  2020-01-21 10:56:35  cri


বন্ধুরা আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে চীনা বিখ্যাত কন্ঠশিল্পী সুন নানের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি চীনের লিয়াও নিং প্রদেশের দালিয়ান শহরে জন্মগ্রহণ করেন। সুন নান একটি শিল্পী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা সঙ্গীতের শিক্ষক। আর তার মা, বড় বোন, ও বড় ভাই নৃত্যগীতি দলের সদস্য। এমন পরিবারের প্রভাবে সুন নান ছোটবেলা থেকেই পিয়ানো এবং গিটার বাজানো শিখতে শুরু করেন। পরে নিজে সঙ্গীত ব্যান্ডও গঠন করেন। ১৯৯০ সালে সুন নানের প্রথম অ্যালবাম 'সুন্দর চাঁদ' প্রকাশিত হয়। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'তুমি দ্রুত ফিরে এসো' শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন সুন নান'র কন্ঠে 'তুমি দ্রুত ফিরে এসো' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে হংকংয়ের কন্ঠশিল্পী থান ইয়ং লিন'র সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৫০ সালের ২৩ অগাষ্ট হংকংয়ে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী, সুরকার ও অভিনেতা। তিনি ১৯৬৮ সালে 'লুসার' নামের ব্যান্ডে যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে বিনোদনজগতে প্রবেশ করেন। ১৯৭৩ সালে তিনি ওয়েননা নামের ব্যান্ডে যোগ দেন এবং প্রধান কন্ঠশিল্পী হন। ১৯৭৫ সালে তিনি প্রথমে চলচ্চিত্রে অভিনয় করা শুরু করেন। ১৯৭৮ সালে ওয়েননা ব্যান্ড ভেঙ্গে যায়। তিনি একা বিনোদনজগতে কাজ করা শুরু করেন। এখন আমি আপনাদেরকে 'Friend Of Mine' নামের গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন থান ইয়ং লিন'র কন্ঠে 'Friend Of Mine' নামের গান। চীনে সংস্কার ও উন্মুক্তকরণ নীতি চালু হওয়ার পর অর্থনৈতিক কাঠামো থেকে সাংস্কৃতিক খাত পর্যন্ত বিরাট পরিবর্তন হয়। আত্মিক মুক্তির প্রতীক হিসেবে রক সংগীত যুবকদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলে। বেইজিংয়ে গঠিত থাংছাও ব্যান্ড হচ্ছে মূল ভূখণ্ডের প্রথম মেটাল রক ব্যান্ড। থাংছাও চীনা ভাষায় হলো থাং রাজবংশ। ১৯৯২ সালে 'থাংছাও' অর্থাৎ থাং রাজবংশ নামে তাদের প্রথম অ্যালবাম বাজারে আসার পর হংকং, তাইওয়ান ও মূল ভূখণ্ডে চাঞ্চল্য সৃষ্টি হয়। তখনকার তথ্যমাধ্যমের দৃষ্টিতে, এ ব্যান্ড ছিল তত্কালীন এশিয়ায় সবচেয়ে লক্ষণীয় সাংস্কৃতিক বৈশিষ্ট্যের অধিকারী ব্যান্ড। বন্ধুরা, তাহলে শুনুন থাংছাও ব্যান্ডের গান 'স্বপ্নে থাং রাজবংশে ফিরে যাই'।

বন্ধুরা, শুনছিলেন ব্যান্ড থাংছাও'র গান 'স্বপ্নে থাং রাজবংশে ফিরে যাই'। এখন আমি আপনাদেরকে চীনের তাইওয়ানের একটি রক ব্যান্ডের পরিচয় দেবো। ব্যান্ডটির নাম থোলাখু। প্রধান গায়ক চাং গুও স্যি, ড্রামার ছেন মু ফান, বেসিস্ট ফেং ছেং জি ও গিটার প্লেয়ার হ্যে চং ইয়ৌ। ১৯৯৯ সালে ব্যান্ডটি প্রথম অ্যালবাম প্রকাশ করে। ব্যান্ডটি মোট চারটি অ্যালবাম প্রকাশ করেছে। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে ব্যান্ডটির 'আমি গ্রীষ্মকাল ভালবাসি' শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ব্যান্ড থোলাখু'র 'আমি গ্রীষ্মকাল ভালবাসি' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে কন্ঠশিল্পী স্যিয়াও শেন ইয়াং'র পরিচয় দেবো। তিনি ১৯৮১ সালের ৭ মে লিয়াওনিং প্রদেশের থিয়েলিং শহরে জন্মগ্রহণ করেন। তাঁর আসল নাম শেন হ্যে। তিনি একজন কন্ঠশিল্পী, অভিনেতা, চলচ্চিত্র-সম্পাদক ও টিভি হোস্ট। ২০০৭ সালে তিনি প্রথম টিভি সিরিজে অভিনয় করে আনুষ্ঠানিকভাবে বিনোদনজগতে প্রবেশ করেন। ২০০৯ সালে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ১৯৯৫ সালে তিনি উত্তর-পূর্ব চীনের স্থানীয় অপেরা এররেনচুয়ান শেখা শুরু করেন। সেজন্য গান গাওয়ার ক্ষেত্রে তাঁর সামর্থ্য বেশি। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'আমার ভাল ভাই' শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন স্যিয়াও শেন ইয়াংয়ের কন্ঠে 'আমার ভাল ভাই' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে কন্ঠশিল্পী লি হাং লিয়াংয়ের গান শোনাবো। তিনি ১৯৮৩ সালের ২০ মার্চ চীনের হু পেই প্রদেশের সিয়াং ইয়াং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন বিখ্যাত পপসঙ্গীত-শিল্পী। লি হাং লিয়াং হুপেই প্রদেশের স ইয়াংফান শহরের একটি সাধারণ শ্রমিক-পরিবারে জন্মগ্রহণ করেন। উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথমবারের মতো মঞ্চে ওঠার অভিজ্ঞতা লাভ করেন তিনি। তখন থেকে তিনি নিজেই গান গাওয়া ও গিটার বাজানো শিখতে শুরু করেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/রুবী)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040