চট্টগ্রামে শেখ হাসিনার জনসভায় গুলি করে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড
  2020-01-20 19:11:31  cri
চট্টগ্রামের লালদীঘি ময়দানে ১৯৮৮ সালে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জনসভায় গুলি করে ২৪ জনকে হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

সোমবার চট্টগ্রামের বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল হোসেন এ রায় দেন। মৃত্যুণ্ডপ্রাপ্ত সকলেই সাবেক পুলিশ সদস্য। ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি বন্দরনগরীর লালদীঘি ময়দানে আওয়ামী লীগের জনসভায় নির্বিচার গুলি চালায় স্বৈরাচারি এরশাদের পুলিশ বাহিনী। এতে গুলিবিদ্ধ হয়ে ২৪ জন নিহত হন। অল্পের জন্য রক্ষা পান শেখ হাসিনা। এরশাদের পতনের পর ১৯৯২ সালে এ ঘটনায় মামলায় হলেও বিএনপি সরকারের আমলে মামলার কার্যক্রম এগোয়নি।

এদিকে, ২০০১ সালের ২০ জানুয়ারি রাজধানীর পল্টন ময়দানে সিপিবির সমাবেশে বোমা হামলা চালিয়ে ৫ জনকে হত্যার মামলায় ১০ জেএমবি জঙ্গির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আর গত বছর রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের ওপর বোমা হামলা চালানোর জন্য জেএমবির দুই সদস্যকে আটক করা হয়েছে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040