'চীনে নতুন ধরনের করোনা ভাইরাসসংশ্লিষ্ট নিউমোনিয়ার সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে'
  2020-01-20 16:33:48  cri

জানুয়ারি ২০: চীনের রাষ্ট্রীয় স্বাস্থ্য কমিশন গতকাল (রোববার) সন্ধ্যায় জানায়, দেশে নতুন ধরনের করোনা ভাইরাসসংশ্লিষ্ট নিউমোনিয়ার সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে।

স্বাস্থ্য কমিশন জানায়, চীনের হু পেই প্রদেশের উ হান শহরে অজ্ঞাত কারণে নিউমোনিয়ার সংক্রমণ দেখা দেওয়ার পর পরই কমিশন রাষ্ট্রীয় কর্মগ্রুপ ও বিশেষজ্ঞদল সেখানে পাঠায়। গত ৮ জানুয়ারি প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে যে, নতুন ধরনের করোনা ভাইরাস হল এবারের সংক্রমণের উত্স।

স্বাস্থ্য কমিশন আরও জানায়, চীন এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় জোরদার করেছে। চীন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, হংকং, ম্যাকাও ও তাইওয়ান এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ভাইরাস সংক্রমণসংক্রান্ত তথ্য শেয়ার করছে এবং প্রতিরোধকাজের সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত রাখছে।

এদিকে, উ হান শহরের স্বাস্থ্য কমিশন আজ (সোমবার) ভোরে জানায়, রোববার রাত ১০টা পর্যন্ত, উ হানে ১৯৮ জন নতুন ধরনের করোনা ভাইরাসসংশ্লিষ্ট নিউমোনিয়ায় আক্রান্তকে চিহ্নিত করা হয়েছে, ২৫ জন রোগমুক্ত হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন, ৩ জন রোগী মারা গেছেন, এবং আরও ১৭০ জন রোগী চিকিত্সাধীন আছেন।

উল্লেখ্য, বিশেষজ্ঞরা গবেষণার পর জানিয়েছেন যে, বর্তমানে এই ভাইরাস নিয়ন্ত্রণ করা যায়, তবে এই নতুন ধরনের করোনা ভাইরাসের উত্স চিহ্নিত করা যায়নি। ভাইরাস কীভাবে ছড়ায়, সে সম্পর্কেও স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব হয়নি। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040