লিবিয়া সমস্যাসংক্রান্ত বার্লিন শীর্ষসম্মেলনে ইয়াং চিয়ে ছি'র অংশগ্রহণ
  2020-01-20 14:19:38  cri
জানুয়ারি ২০: চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ প্রতিনিধি, চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও চীনের বিদেশবিষয়ক কর্ম-কমিশন কার্যালয়ের প্রধান ইয়াং চিয়ে ছি সম্প্রতি জার্মানিতে লিবিয়া সমস্যাবিষয়ক বার্লিন শীর্ষসম্মেলনে অংশগ্রহণ করেন।

সম্মেলনে ইয়াং চিয়ে ছি বলেন, লিবিয়ার সমস্যার সমাধান করতে হলে লিবীয় জনগণের মৌলিক স্বার্থ রক্ষা করতে হবে, দেশের ভবিষ্যৎ ও ভাগ্য নিয়ন্ত্রণের অধিকার লিবিয়ার জনগণকে দিতে হবে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি গুরুত্ব দিতে হবে, সার্বিক যুদ্ধবিরতি কার্যকর করতে হবে, এবং সর্বোপরি, বিবদমান গ্রুপগুলোর মধ্যে দ্রুত সংলাপ শুরু করতে হবে।

তিনি আরও বলেন, লিবিয়ার সমস্যায় চীনের অবস্থান বরাবরই ন্যায়সঙ্গত। চীন এক্ষেত্রে জাতিসংঘের সনদ ও নীতি এবং লিবিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা ও অখণ্ডতাকে সম্মান করে চলার নীতি মেনে চলার পক্ষে। চীন আন্তর্জাতিক সমাজের সঙ্গে যৌথভাবে লিবিয়ার শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য সক্রিয় অবদান রেখে যেতে ইচ্ছুক। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040