দারিদ্র্যবিমোচনে চীনের সাফল্য অভূতপূর্ব: পাক প্রেসিডেন্ট
  2020-01-19 18:21:33  cri
জানুয়ারি ১৯: বিগত কয়েক দশকে চীন সাফল্যের সঙ্গে ৮০ কোটিরও বেশি মানুষকে দারিদ্র্যমুক্ত করেছে। এই সাফল্য অভূতপূর্ব। পাকিস্তান চীনের দারিদ্র্যবিমোচন-অভিজ্ঞতা থেকে শিখছে। গত শুক্রবার ইসলামাবাদে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি চীনা তথ্যমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্কারে এ মন্তব্য করেন।

প্রেসিডেন্ট আলভি বলেন, পাকিস্তান চীনের অভিজ্ঞতা থেকে শিখেছে যে, জনগণের জন্য আরও ভালো চিকিত্সা ও স্বাস্থ্য সেবা এবং আরও ভালো শিক্ষার সুযোগ নিশ্চিত করা উচিত।

পাক-চীন মৈত্রী সম্বন্ধে আলভি বলেন, পাক-চীন মৈত্রী সীমাবদ্ধ নয়। সরকার পর্যায়ে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা ছাড়া, দু'দেশের মধ্যে বেসরকারি পর্যায়ের সম্পর্কও খুব ভালো।

তিনি আরও বলেন, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশ। পাকিস্তানে চীনের পুঁজি বিনিয়োগের কোনো পূর্বশর্ত নেই। সংশ্লিষ্ট প্রকল্পগুলো ইতোমধ্যেই পাকিস্তানের অবকাঠামো ও জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে কল্যাণ সৃষ্টি করেছে। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040