চীনা জনগণকে বসন্ত উত্সবের শুভেচ্ছা জানালেন পাক প্রেসিডেন্ট
  2020-01-18 18:27:38  cri
জানুয়ারি ১৮: চীনা জনগণকে আসন্ন বসন্ত উত্সবের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। তিনি গতকাল (শুক্রবার) চীনা গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাত্কারে এ শুভেচ্ছা জানান।

সাক্ষাত্কারে তিনি পাকিস্তান-চীন সম্পর্ক এবং 'পাকিস্তান-চীন অর্থনৈতিক করিডোর' তার দেশের জন্য যে-কল্যাণ বয়ে এনেছে—সে সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেন।

পাক প্রেসিডেন্ট বলেন, চীন সরকার সবসময়ই চীনা জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নের বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে এসেছে। এটি বিশ্বে অনন্য। এ থেকে পাক সরকারের শেখা উচিত।

তিনি বলেন, পাকিস্তান-চীন সহযোগিতা সম্পূর্ণরূপে শান্তি ও উন্নয়ন এবং জনগণের জীবনমান উন্নয়নের জন্য। গত কয়েক বছরে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের দুর্দান্ত সাফল্য হলো দুই দেশের সম্পর্কের প্রতীক। চলতি বছরের পয়লা জানুয়ারি চীন-পাকিস্তান অবাধ্য বাণিজ্য চুক্তির দ্বিতীয় পর্ব আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।

প্রেসিডেন্ট আরিফ আলভি আরও বলেন, নতুন বছরে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করবে এবং বিভিন্ন ক্ষেত্রে চীন-পাকিস্তান সহযোগিতা গভীরতর হবে। (জিনিয়া/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040