উ ছি লুং
  2020-01-18 18:09:34  cri

উ ছি লুং, ১৯৭০ সালের ৩১ অক্টোবর চীনের তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনা ভাষা সঙ্গীত মহলের বিখ্যাত কন্ঠশিল্পী, অভিনেতা, টিভি সিরিজ প্রযোজক।

যদিও উ ছি লুং তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন, তবে তার পূর্বপুরুষের আদি বাসস্থান চীনের ফু চিয়ান প্রদেশের মিন নানে। প্রাথমিক স্কুলে পড়ার সময় জুডো দলের শিক্ষক তাঁকে বাছাই করে স্কুল জুডো দলে ভর্তি করে দেন। তখন থেকে তাঁর পেশাদার জুডো প্রশিক্ষণ শুরু হয়।

মাধ্যমিক স্কুলে লেখাপড়ার সময় উ ছি লুং টানা তিন বছর ধরে তাইওয়ান প্রদেশের মাধ্যমিক স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার তায়েকোয়ান্দো চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি বেশ কয়েকবার সিঙ্গাপুর এবং থাইল্যান্ডে গিয়ে জুডো ও তায়েকোয়ান্দো প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। উ ছি লুং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় মোট ২৩ বার চ্যাম্পিয়ন হন এবং ১৩৫টি পদক লাভ করেন।

১৯৮৮ সালে সঙ্গীত ব্যান্ড 'লিটল টাইগারের' সদস্য হিসেবে উ ছি লুং আনুষ্ঠানিকভাবে সঙ্গীতমহলে পা রাখেন। ১৯৯১ সালে 'লিটল টাইগার' সঙ্গীত ব্যান্ড ভেঙে হয়। ১৯৯২ সালে উ ছি লুং-এর প্রথম ব্যক্তিগত অ্যালবাম 'বাতাসকে নাগালে পাওয়া যুবক' প্রকাশিত হয়।

১৯৯২ সাল থেকে উ ছি লুং টানা পাঁচ বছর তাইওয়ানের দশজন সবচেয়ে জনপ্রিয় শিল্পীর অন্যতম নির্বাচিত হন। ১৯৯৩ সালে উ ছি লুং 'টপ টেন চায়নিস গোল্ড সং আওয়াসর্ডের' সবচেয়ে প্রতিভাবান নতুন কন্ঠশিল্পী এবং দশটি শ্রেষ্ঠ গানের সবচেয়ে জনপ্রিয় নতুন কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন।

১৯৯৩ সাল থেকে উ ছি লুং টানা দুই বছর Ultimate Song Chart Awards Presentation-এর বিশেষ পুরস্কার পেয়েছেন।

১৯৯৪ সালে উ ছি লুং প্রেমের চলচ্চিত্র 'Butterfly Lovers'-এ প্রধান চরিত্রে অভিনয় করেন।

১৯৯৬ সালে 'গোল্ডেন হর্স আওয়ার্ডসের' নির্বাহী কমিটি এবং দেশ-বিদেশের বিভিন্ন তথ্যমাধ্যমের আয়োজিত বিশ্বের দশ জন সেরা চীনা ভাষার চলচ্চিত্র শিল্পী নির্বাচনে উ ছি লুং নবম স্থান লাভ করেন।

২০০১ সাল থেকে উ ছি লুং চীনের মূল ভূভাগে কাজ করা শুরু করেন। ২০১২ সালে উ ছি লুং 'Treading On Thin Ice' নামের টিভি সিরিজে অভিনয় করার মাধ্যমে ১৮তম The Magnolia Award-এর শ্রেষ্ঠ পুরুষ অভিনেতার মনোনোয়ন লাভ করেন। এ ছাড়া তিনি ১৮তম The Magnolia Award-এর সবচেয়ে জনপ্রিয় পুরুষ অভিনেতার পুরস্কারও লাভ করেন।

২০০৩ সালে উ ছি লুং নিজের চলচ্চিত্র ও টিভি কোম্পানি প্রতিষ্ঠা করেন। এ ছাড়া তিনি ভিডিও গেমসের প্রযোজনা, রেস্তরাঁ, রিয়েল এস্টেট এবং কাপড়সহ বিভিন্ন খাতেও পুঁজি বিনিয়োগ করেন। তাঁর নিজের ৯টি কোম্পানি, দুই স্টুডিও এবং ৩টি পেটেন্টও আছে।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী উ ছি লুং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040