সুরের ধারায় ১৭ জানুয়ারি
  2020-01-17 16:21:49  cri


শ্রোতাবন্ধুরা, নতুন বছরের সুরের ধারায় অনুষ্ঠান আমরা শুরু করেছিলাম বাংলা সংগীতের বিখ্যাত কণ্ঠশিল্পী ভারতীয় সংগীত জগতের পুরোধা ব্যক্তিত্ব ভূপেন হাজারিকার জনপ্রিয় কিছু গান দিয়ে। সেই ধারাবাহিকতা এই মাসজুড়ে বজায় থাকবে। অনুষ্ঠানের শুরুতেই চলুন তার কয়েকটি গান শুনে নেই।

আমরা বলছিলাম ভূপেন হাজারিকার জীবনের বিভিন্ন দিক। আসামের সদিয়ায় ভূপেন হাজারিকার জন্ম। তাঁর পিতার নাম নীলকান্ত হাজারিকা, মায়ের নাম শান্তিপ্রিয়া হাজারিকা। পিতা-মাতার দশ সন্তানের মধ্যে তিনি ছিলেন সকলের বড়। ব্যক্তিগত জীবনে বিবাহিত ভূপেন হাজারিকা কানাডায় বসবাসরত প্রিয়ম্বদা প্যাটেলকে বিয়ে করেন। বন্ধুরা চলুন তার আরও কয়েকটি গান শুনে আসি।

শুনছিলেন ভুপেন হাজারিকার গানগুলো। তিনি ১৯৪৪ সালে বি.এ. এবং ১৯৪৬ সালে রাষ্ট্রবিজ্ঞানে এম.এ. পাস করেন। ১৯৫২ সালে নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণার বিষয় ছিল "প্রাপ্তবয়স্কদের শিক্ষায় শ্রবণ-দর্শন পদ্ধতি ব্যবহার করে ভারতের মৌলিক শিক্ষাপদ্ধতি প্রস্তুতি-সংক্রান্ত প্রস্তাব"।

বন্ধুরা চলুন তাঁর আরও কয়েকটি গান শুনি।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040