'বাংলাদেশের পাশে চায়না মিডিয়া গ্রুপ' শিরোনামে ধারাবাহিক প্রামাণ্যচিত্র বাংলাভিশন টেলিভিশনে প্রচারিত হচ্ছে
  2020-01-16 20:28:26  cri

জানুয়ারি ১৬: 'বাংলাদেশের পাশে চায়না মিডিয়া গ্রুপ' শিরোনামে ধারাবাহিক প্রামাণ্যচিত্র গতকাল (বুধবার) থেকে বাংলাভিশন টেলিভিশনে প্রচারিত হচ্ছে। প্রথম পর্বে 'বিশাল চীন' শিরোনামে চীনের জাতীয় পোশাক বা হান পোশাকের পরিচিতি তুলে ধরা হয় যা দর্শকদের আকর্ষণ করেছে।

২০২০ সালের বসন্ত উত্সব উপলক্ষ্যে, বাংলাদেশে চায়না মিডিয়া গ্রুপের রিপোর্টার ধারাবাহিক এ অনুষ্ঠানটি শুরু করে।

গত ১০ জানুয়ারি সকালে রিপোর্টার স্টেশন ও চীনের পান্ডা জুতো ইন্ডাস্ট্রি লিমিটেড যৌথভাবে ঢাকার গাজীপুরে 'বাংলাদেশের পাশে চায়না মিডিয়া গ্রুপের' আওতায় 'আনন্দময় বসন্ত উত্সব' শীর্ষক অনুষ্ঠান আয়োজন করে। বাংলাদেশে চীনের কালচারাল কাউন্সিলর স্যুন ইয়ান, প্রথম সচিব চু ইয়ু, পান্ডা জুতো ইন্ডাস্ট্রি লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারীসহ দেড় হাজার মানুষ ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিল। বাংলাদেশ প্রবাসী চীনারা চীনের সাংস্কৃতিক বৈচিত্র্য পরিবেশন করেছে।

বর্তমানে বাংলাদেশে চীনা প্রতিষ্ঠানের সংখ্যা এক হাজারেরও বেশি। চীনা কর্মীর সংখ্যা ১৫ হাজার। বাংলাদেশে চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগের পরিমাণ ১০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে এবং স্থানীয় ১.৫ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে।

পান্ডা জুতো ইন্ডাস্ট্রির 'আনন্দময় বসন্ত উত্সব' অনুষ্ঠানটি বাংলাদেশের টেলিভিশনে প্রচারিত হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের দর্শকরা চীনা রীতিনীতি, নাচ ও গান উপভোগ করেছেন।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040