২০১৯ সালের জনপ্রিয়ান গানগুলো
  2020-01-16 14:39:19  cri


বন্ধুরা, ২০১৯ সাল ইতোমধ্যে বিদায় নিয়েছে। গত বছর চীনে অসংখ্য গান প্রকাশিত হয়েছিল। আর, এই অনুষ্ঠানে আপনাদেরকে অনেক সুন্দর ও জনপ্রিয় গান শুনিয়েছি। এসব গানের মধ্যে আপনি কি বিশেষ কোনও গান মনে করতে পারেন? বন্ধুরা, আজকের অনুষ্ঠানে গত বছর চীনের জনপ্রিয় কিছু গান আপনাদের শোনাবো। দেখুন তো, এসব গানের মধ্যে আপনার পছন্দের কোনও গান আছে কিনা।

আজকের অনুষ্ঠানের গানগুলো বর্তমান চীনের অনেক জনপ্রিয় ও ব্যাপক ব্যবহৃত সংগীত প্ল্যাটফর্ম নেট ইজ ক্লাউড মিউজিকের (net ease cloud music) প্রকাশিত ২০১৯ সালের সবচেয়ে জনপ্রিয় সংগীতের তালিকা থেকে বেছে নেওয়া হয়েছে। এ থেকে শুধু চীনাদের পছন্দের গানই নয়, চীনের সংগীতের ধারাও প্রতিফলিত হবে। আশা করি, আজকের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনারা পছন্দ করবেন।

প্রথম গানটি চীনের জনপ্রিয় তরুণ গায়ক হুয়া ছেন ইয়ু'র গান 'আমি এই বিশ্বকে ভালোবাসতে চাই'। গানটি ২০১৯ সাল ৪ সেপ্টেম্বর প্রকাশিত হয় এবং বছরজুড়ে চীনের সবচেয়ে জনপ্রিয় গানে পরিণত হয়। গানটি প্রকাশের পরপরই তা বিক্রির নতুন রেকর্ড সৃষ্টি করে। গানটি হুয়া ছেন ইয়ু বিষণ্ণতায় আক্রান্ত রোগীদের জন্য তৈরি করেছেন। তিনি আশা করেন, যেসব লোক গানটি শুনবে, তারা বিশ্বের প্রতি ভালোবাসা অনুভব করতে পারবে।

বন্ধুরা, চলুন গানটি শুনি।গান ১

এবার আমরা শুনবো চীনের অন্য এক জনপ্রিয় গায়ক লি রোং হাও'র গান 'চড়ুই'। লি রোং হাও চমত্কার সুর ও গানের কথা রচনায় দক্ষতার জন্য পরিচিত। সাধারণ মানুষদের জন্য এই গানটি রচনা করা হয়েছে। কারণ, চীনা সংস্কৃতিতে চড়ুই একটি সাধারণ পাখি। তিনি চড়ুই পাখির জীবনের মাধ্যমে সাধারণ লোকদের জীবনের বাধ্যবাধকতা, বিপদ ও অবিচল অবস্থার কথা প্রকাশ করেছেন এবং অনেকেই একই অনুভূতি লালন করেন।

বন্ধুরা, এখন লি রোং হাও'র গান 'চড়ুই' শুনবো।গান ২

এবার আমরা শুনবো চীনের তাইওয়ানের জনপ্রিয় গায়ক উ ছিং ফেংয়ের গান 'তর্ক হচ্ছে'। গানটি জাপানের জনপ্রিয় গায়ক থাখাহাশি ইয়ু'র একটি গানের চীনা সংস্করণ। গানে যৌবনের সুন্দর সময়ের প্রশংসা ও বেড়ে ওঠার সময়ের পরিতাপ ও অনিচ্ছার কথাগুলো প্রকাশিত হয়েছে। উ ছিং ফেংয়ের বিশেষ কণ্ঠে গানটি নতুন আকর্ষণ সৃষ্টি করেছে।

বন্ধুরা, এখন গানটি শুনি।গান ৩

২০১৯ সালের জনপ্রিয় গানগুলোর কথা উল্লেখ করলে একটি গানের কথা অবশ্যই বলতে হয়। সেটা হলো 'ইয়ে লাং ডিস্কো'; গেয়েছেন পাও শি জিম। গানটি একটি র‍্যাপ গান। গানটি উত্তরপূর্বাঞ্চলের স্থানীয় ভাষা ও ক্যান্টোনিজ ভাষায় লেখা হয়েছে। এটি ভিন্ন স্বাদের গান। তবে, এক ধরনের আন্তরিকতা উপলব্ধি করা যায়। তাই গানটি প্রকাশ হতে-না-হতেই দ্রুত বিভিন্ন নেট প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে ও ব্যাপক জনপ্রিয়তা পায়।

বন্ধুরা, এখন শুনুন এই খুবই জনপ্রিয় চীনা গান 'ইয়ে লাং ডিস্কো'।গান ৪

ইয়ে লাং ডিস্কোর পাশাপাশি আরেকটি গানের কথা বলতে হয়। সেটি হচ্ছে 'মাং চোং', গেয়েছেন চাও ফাং চিং। গানটি চীনের চান্দ্রপঞ্জিকার ২৮টি সৌরপর্যায়ের একটি পর্যায় 'মাং চোং' অনুসারে রচিত হয়েছে। গানে প্রাচীন চীনা সংগীত, সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও আধুনিক পপ সংগীতের মিশ্রণ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর, এই বিশেষ সংগীতশৈলী অনেক মানুষ পছন্দও করেছে।

বন্ধুরা, এখন চাও ফাং চিংয়ের গান 'মাং চোং' শুনবো।গান ৫

এবার আমরা শুনবো চীনের জনপ্রিয় গায়ক চৌ শেনের গান 'প্রিয় যাত্রী'। চৌ শেন তার নির্মল কণ্ঠ ও উচ্চ সংগীত প্রতিভার জন্য বিখ্যাত। এই গানটি হচ্ছে জাপানের জনপ্রিয় অ্যানিমেটেড চলচ্চিত্র 'স্পিরিটেড অ্যাওয়ের' (Spirited Away) থিম সোংয়ের চীনা সংস্করণ। গানের নাম 'প্রিয় যাত্রী'। এতে বলা হয়, প্রত্যেকেই তার জীবনে একজন যাত্রীর মতো ভ্রমণ করছে। লেখক মনে করেন, ভ্রমণের সময় যাই ঘটুক-না-কেন, যাত্রীকে সবসময় একটি আন্তরিক ও আবেগপূর্ণ মন ধরে রাখতে হয়, এভাবে যাত্রাপথের সুন্দর দৃশ্য উপভোগ করা যায়।

বন্ধুরা, এখন চৌ শেংয়ের গান 'প্রিয় যাত্রী' শুনবো।

গান ৬

বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা শুনবো ফান খাই চিয়ের গান 'আমি ছিলাম'। তিনি একজন তরুণ গায়ক। প্রথমে তিনি ইন্টারনেটে নিজের গান প্রকাশ করতেন। তার গান অনেকেই পছন্দ করে। এরপর তিনি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। গেল বছর ফান খাই চিয়ে পেশাদার গায়ক হিসেবে পরিচিতি পান এবং তার প্রথম অ্যালবাম প্রকাশ করেন।

বন্ধুরা, এখন শুনুন তার খুব জনপ্রিয় একটি গান 'আমি ছিলাম'।

গান ৭

(তুহিনা/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040