জানুয়ারি ১৫: আজ (বুধবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ানবিষয়ক কার্যালয় ২০২০ সালের প্রথম সাংবাদিক সম্মেলন আয়োজন করে। মুখপাত্র মা সিয়াও কুয়াং সম্প্রতি তাইওয়ান অঞ্চলের নেতা নির্বাচনসহ নানা বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেন, তাইওয়ান অঞ্চলের নির্বাচনের ফলাফল সত্যতা পরিবর্তন করতে পারবে না যে, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। নির্বাচনের ফলাফল যাই হোক-না-কেন, তাইওয়ানের প্রতি মূলভূভাগের নীতি পরিবর্তন হবে না। তাইওয়ানের রাজনৈতিক অবস্থার পরিবর্তন হলেও, প্রণালীর দু'পারের শান্তি ও উন্নয়ন হলো তাইওয়ানের জনমত।
জাতীয় পুনরুদ্ধার ও দেশের একত্রীকরণ ব্রতকে কেউ বাধা দিতে পারবে না। শান্তি ও একীকরণের জন্য উন্মুক্ত পরিবেশ সৃষ্টি করতে চায় চীন। তবে যে কোনও ধরনের বিচ্ছিন্নতাবাদী চেষ্টায় কোনও ছাড় দেওয়া হবে না বলে উল্লেখ করেন মা সিয়াও কুয়াং।
(শিশির/তৌহিদ/রুবি)






