জানুয়ারি ১৪: শ্রীলঙ্কা সময় মঙ্গলবার কলম্বোতে দেশটির প্রেসিডেন্ট গোতাভায়া রাজাপাক্সে ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্সের সঙ্গে আলাদাভাবে সাক্ষাত করেছেন চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
সাক্ষাতে ওয়াং ই বলেন, দু'দেশ পরস্পরকে আন্তরিকভাবে সাহায্য করেছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে কৌশলগত সহযোগী অংশীদারি সম্পর্কের উচ্চ মূল্যায়ন করেন ওয়াং ই। দু'দেশের সম্পর্ক উন্নয়নের জন্য শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসাও করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।
ওয়াং ই জানান, চীন ও শ্রীলঙ্কা হচ্ছে ভালো বন্ধু ও অংশীদার রাষ্ট্র। বরাবরই পরস্পরকে সমর্থন ও সাহায্য করে আসছে দু'দেশ। শ্রীলঙ্কার সঙ্গে পারস্পরিক রাজনৈতিক আস্থা আরও মজবুত করা, উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিনিময়, বাস্তব সহযোগিতা জোরদার করা এবং দু'দেশের কৌশলগত সহযোগী অংশীদারি সম্পর্ক আরও উন্নত করতে চায় চীন।
(রুবি/আকাশ/তৌহিদ)