জানুয়ারি ১৪: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে জানান, টানা ৩০ বছর ধরে প্রতি বছর চীনের পররাষ্ট্রমন্ত্রী নববর্ষের প্রথম বিদেশ সফরে আফ্রিকা যান। এতে চীন ও আফ্রিকার প্রজন্মের পর প্রজন্ম ধরে চলমান বিশেষ মৈত্রী প্রতিফলিত হয়।
গত ৭ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত, চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মিশর, জিবুতি, ইরিত্রিয়া, বুরুন্ডি, জিম্বাবুয়ে সফর করেছেন।
কেং শুয়াং জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রীর এমন সফরে চীন ও আফ্রিকার বিশেষ মৈত্রী প্রতিফলিত হয়েছে। অতীত, বর্তমান ও ভবিষ্যতে আন্তর্জাতিক পরিস্থিতির যে পরিবর্তনই হোক-না-কেন, চীন ও আফ্রিকার মৈত্রী মজবুত থাকবে। চীন সবসময় ভ্রাতৃপ্রতিম আফ্রিকার পাশে দাঁড়াবে।
(রুবি/আকাশ/তৌহিদ)