জানুয়ারি ১৪: লিবিয়ায় সংঘর্ষে জড়িত পক্ষগুলো গতকাল (সোমবার) রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত যুদ্ধবিরতি আলোচনায় কিছু অগ্রগতি অর্জন করেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সারগেই লাভরভ এদিন এ তথ্য জানান।
রুশ ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর মধ্যস্থতায় লিবিয়ার সংঘর্ষে জড়িত দুই পক্ষের নেতারা সোমবার মস্কোয় কয়েক ঘণ্টা বৈঠক করেন। লিবিয়ার জাতীয় ঐক্য সরকারের নেতা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেন এবং লিবিয়ান ন্যাশনাল আর্মির নেতা চুক্তি বিবেচনা করার শর্তে মঙ্গলবার সকালে চুক্তি স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়ার কথা জানান।
এ চুক্তি অনুযায়ী, লিবিয়ায় নিঃশর্তভাবে যুদ্ধ বন্ধ করতে হবে এবং রাজধানী ত্রিপোলিসহ অন্যান্য শহরের পরিস্থিতি স্থিতিশীল করতে হবে। তা ছাড়া, দু'পক্ষ লিবিয়া পরিস্থিতিতে মধ্যস্থতাকারী কর্মদল গঠন করবে এবং চলতি মাসে প্রথম বৈঠকের আয়োজন করবে।
(শিশির/তৌহিদ/রুবি)