হারারেতে জিম্বাবুয়ের প্রেসিডেন্টের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
  2020-01-14 10:30:17  cri
জানুয়ারি ১৪: গতকাল (সোমবার) হারারেতে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মানগাগাওয়ার সঙ্গে দেখা করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

সাক্ষাতে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট বলেন, তাঁর দেশ ও চীনের মৈত্রী সুগভীর। চীন জিম্বাবুয়ের আন্তরিক ও বিশ্বস্ত বন্ধু। দু'দেশের সম্পর্ক ইতোমধ্যেই সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত হয়েছে।

তিনি আরও বলেন, চীন তাঁর দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার পক্ষে বরাবরই ছিল এবং এখনও আছে। জিম্বাবুয়ের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনের অবদানও অনস্বীকার্য। পাশাপাশি, জিম্বাবুয়ে সবসময় 'একচীন নীতি' অনুসরণ করে আসছে। জিম্বাবুয়েতে আরও বেশি চীনা শিল্পপ্রতিষ্ঠান বিনিয়োগে এগিয়ে আসবে বলে তাঁর সরকার আশা করে।

জবাবে ওয়াং ই বলেন, জিম্বাবুয়ে চীনের দীর্ঘকালীন আস্থাশীল অংশীদার। প্রেসিডেন্ট মানগাগাওয়ার প্রত্যক্ষ তত্ত্বাবধানে দ্বিপাক্ষিক সম্পর্ক অব্যাহতভাবে উন্নত হচ্ছে। দেশটির বিরুদ্ধে আরোপিত অন্যায় অবরোধের বিরোধিতা করে বেইজিং।

ওয়াং ই আরও বলেন, চলতি বছর চীনে সার্বিকভাবে স্বচ্ছল সমাজ গড়ে তোলার কাজ শেষ হবে এবং শত বছরের দুটি লক্ষ্যমাত্রার একটি অর্জিত হবে। এ বছর জিম্বাবুয়ের স্বাধীনতার ৪০তম বার্ষিকীও পালিত হবে। এ উপলক্ষ্যে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ এবং চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের প্ল্যাটফর্ম কাজে লাগিয়ে জিম্বাবুয়ে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ করবে বলে আশা করে বেইজিং। (সুবর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040