জানুয়ারি ১৩: 'চীন-আফ্রিকা সহযোগিতামূলক ফোরাম' আফ্রিকায় আন্তর্জাতিক সমাজের সহযোগিতা জোরদারে অবদান রেখেছে। গতকাল (রোববার) হারারেতে জিম্বাবুয়ের পররাষ্ট্র ও আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী সিবুসিসো মোয়োর সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে যোগ দিয়ে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ওয়াং ই এসব কথা বলেছেন।
ওয়াং ই বলেন, চলতি বছর 'চীন-আফ্রিকা সহযোগিতামূলক ফোরাম' প্রতিষ্ঠার ২০তম বার্ষিকী। গত ২০ বছরে এ ফোরাম চীন-আফ্রিকার মধ্যে বৈঠকের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যা আফ্রিকায় আন্তর্জাতিক সমাজের সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ২০১৮ সালে এ ফোরামের বেইজিং শীর্ষসম্মেলন যৌথ প্রচেষ্টায় দিকনির্দেশনা দিয়েছিল।
ওয়াং ই আরও বলেন, চীন-আফ্রিকা সহযোগিতামূলক ফোরামের সাফল্য গোটা আফ্রিকায় ছড়িয়ে পড়েছে। ২০১৯ সালে চীন ও আফ্রিকার বাণিজ্যের পরিমাণ ২০ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যায়। টানা ১১ বছর ধরে আফ্রিকার প্রথম বাণিজ্যিক অংশীদার চীন। দু'দেশের সহযোগিতা আফ্রিকার সঙ্গে অন্য দেশের সহযোগিতাও জোরদার করছে, যা আফ্রিকার উন্নয়নে ব্যাপক সুযোগ বয়ে এনেছে।
(রুবি/তৌহিদ/শিশির)