মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে চীন
  2020-01-13 19:17:16  cri

জানুয়ারি ১৩: চীন সবসময় একতরফা অবরোধ আরোপ করা ও দূর থেকে হস্তক্ষেপের বিরোধিতা করে। পাশাপাশি, সংশ্লিষ্ট পক্ষগুলোকে বাস্তবসম্মত পদক্ষেপ নিয়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনের আহ্বান জানায় বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং আজ (সোমবার) বেইজিংয়ে এসব কথা বলেছেন।

সম্প্রতি ইরানের উপর নতুন দফা অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে চীনের কোম্পানিও অন্তর্ভুক্ত হয়েছে। এ প্রসঙ্গে কেং শুয়াং বলেন, চীন মনে করে অবরোধ বা হুমকি দিয়ে সমস্যা সমাধান করা যায় না।

কেং শুয়াং জোর দিয়ে বলেন, দীর্ঘদিন ধরে চীন ও ইরান আন্তর্জাতিক আইনের কাঠামোতে নানা খাতে সহযোগিতা করে আসছে। যা যৌক্তিক ও বৈধ এবং তৃতীয় কোনও পক্ষের জন্য ক্ষতিকর নয়। চীনা কোম্পানির ওপর অবরোধ আরোপিত হয় এমন ভুল আচরণ না-করতে যুক্তরাষ্ট্রকে তাগাদা দেয় বেইজিং।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040