জানুয়ারি ১৩: রোববার রাতে ইরাকের সালাউদ্দিন প্রদেশে মার্কিন বাহিনীর বালাদ বিমান ঘাঁটিতে রকেট চালিত গ্রেনেড হামলা হয়েছে। এতে ৪জন ইরাকি সেনা আহত হয়েছে।
এদিন ইরাকের যৌথ অভিযান পরিচালনা কেন্দ্র জানায়, ৮টি কাতিউশা রকেট চালিত গ্রেনেডের হামলায় ২জন অফিসারসহ ৪জন ইরাকি বিমানসেনা আহত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো ব্যক্তি বা সংস্থা এ হামলার দায় স্বীকার করে নি।
(শিশির/তৌহিদ/রুবি)