নকলের বিরুদ্ধে সর্বস্তরের প্রতিরোধ গড়ে তুলুন : রাষ্ট্রপতি
  2020-01-11 18:43:42  cri

দেশ ও জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে নকলের বিরুদ্ধে সর্বস্তরে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

রাজধানীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে আচার্যের ভাষণে এ আহ্বান জানান তিনি। সমাবর্তনে ১৮ হাজারের বেশি শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেয়া হয়। এ সময় রাষ্ট্রপতি শিক্ষকদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে বলেন। রাষ্ট্রপতি বলেন, পরীক্ষায় তিনি একাধিকবার ফেল করলেও কখনো নকল করেননি। শিক্ষক-অভিভাবকদের নকল সরবরাহের প্রবণতাকে ধিক্কার জানান তিনি। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সর্বস্তরে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। বলেন, আইন না মানলে একটা জাতি এগিয়ে যেতে পারে না।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040