সেনা প্রত্যাহার নিয়ে ইরাকের সঙ্গে আলোচনা করবে না যুক্তরাষ্ট্র
  2020-01-11 15:53:35  cri
জানুয়ারি ১১: ইরাকে প্রতিনিধিদল পাঠালেও দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে ইরাক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে না যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, বর্তমানে কোনো প্রতিনিধিদল ইরাকে পাঠালে, তারা সেনা প্রত্যাহার নয়, বরং কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক নিয়ে আলোচনা করবে।

বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন সরকার ও ইরাক সরকারের বৈঠক করা প্রয়োজন। বৈঠকে শুধু নিরাপত্তা নয়, বরং অর্থনীতি ও কূটনীতিসহ নানা সহযোগিতার ক্ষেত্র অন্তর্ভুক্ত থাকবে।

মার্কিন গণমাধ্যমগুলো জানায়, ইরাকের উপদেষ্টা সরকারের প্রধানমন্ত্রী গত ৯ জানুয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করেন। সে সময় তিনি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে আলোচনার জন্য মার্কিন প্রতিনিধিদল পাঠানোর আহ্বান জানান।

(রুবি/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040