প্রথম অনুষ্ঠানে চাইনিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সিইএবি'র চেয়ারম্যান লিন ওয়েই ছিয়াং ও বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি এফবিসিসিআই চেয়ারম্যান শেখ ফজলে ফাহিম অংশগ্রহণ করেন। অতিথিরা চীন-বাংলাদেশ অর্থ-বাণিজ্য সহযোগিতা, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ, সিইএবি ও এফবিসিসিআই'র মধ্যে সহযোগিতা বৃদ্ধিসহ নানা বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে লি ওয়েই ছিয়াং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে, বাংলাদেশের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পেয়েছে। জনগণের কল্যাণ হচ্ছে। আরও বেশি চীনা প্রতিষ্ঠান দেশের সুষ্ঠু পরিবেশের ওপর নজর রাখছে। তারা বাংলাদেশে বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামো প্রকল্প নির্মাণসহ নানা কার্যক্রম শুরু করেছে। এফবিসিসিআই সিইএবি'র সঙ্গে সহযোগিতা জোরদার করবে বলে আশা করেন চেয়ারম্যান লিন।
এফবিসিসিআই চেয়ারম্যান শেখ ফজলে ফাহিম বলেন, বাংলাদেশ ও চীনের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার ভিত্তি মজবুত। বাংলাদেশের বাজারও অনেক সম্ভাবনাময়। বাংলাদেশে বিনিয়োগের জন্য আরও বেশি চীনা প্রতিষ্ঠানকে স্বাগত জানান তিনি। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশে চীনা বিনিয়োগের পরিমাণ বাড়বে বলে তিনি আশা করেন।
(রুবি/তৌহিদ/আকাশ)