সংগীত ব্যান্ড থাও ফাও চি হুয়া
  2020-01-09 16:13:31  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠান চীনের একটি জনপ্রিয় ব্যান্ডের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো, ব্যান্ডের নাম 'থাও ফাও চি হুয়া' বা 'Escape Plan'। ব্যান্ডটি জীবনঘনিষ্ঠ ও উত্সাহমূলক গানের জন্য পরিচিত। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তাদের কিছু সুন্দর গান শুনবো।

থাও ফাও চি হুয়া ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। ব্যান্ডের প্রধান গায়ক মাও ছুয়ান, গিটারিস্ট মাও সিয়াও তোং, বেসিস্ট কাং আং ও ড্রাম বাদক লি হোং থাও এই ৪জনকে নিয়ে গঠিত হয়। তারা চীনের বিভিন্ন প্রদেশের লোক। একই সংগীত স্বপ্ন ও ধারণার জন্য তারা বেইজিংয়ে ব্যান্ডটি প্রতিষ্ঠা করেন। চীনের সংস্কৃতিকে কেন্দ্র করে বেইজিংয়ে ছোট-বড় অনেক ব্যান্ড আছে। থাও ফাও চি হুয়া এদের মধ্যে অপরিচিত একটি। ২০০৬ সালে থাও ফাও চি হুয়া চীনের জাতীয় ব্যান্ড প্রতিযোগিতায় অংশ নেয় এবং তৃতীয় পুরস্কার পায়। সবার সামনে এটাই তাদের প্রথম আনুষ্ঠানিক পরিবেশনা ও তাদের পরিচিত হওয়ার শুরু।

আরও ভালো সুযোগ লাভের জন্য থাও ফাও চি হুয়া দ্রুত গতিতে প্রচুর গান রচনা করে। তাদের চেষ্টা বৃথা যায়নি। ২০০৮ সালের তাদের গান 'বিয়ে করুন' 'মিদি সংগীত ফেস্টিভাল'-এর থিম সোং হিসেবে নির্বাচিত হয় এবং জনপ্রিয় হয়ে ওঠে।

বন্ধুরা, এখন থাও ফাও চি হুয়া'র গান 'বিয়ে করুন' শুনবো। গান ১

২০০৮ সাল থেকে থাও ফাও চি হুয়া বিভিন্ন সংগীত ফেস্টিভালে অংশ নেয়, তাদের গানও লোকদের মধ্যে জনপ্রিয় হতে শুরু করে। একই বছর তাও ফাও চি হুয়া তাদের প্রথম অ্যালবাম 'আমাকে নিয়ে যাও' প্রকাশ করে। এই গানে বড় শহর থেকে পালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশিত হয়। তবে তারা বলে, জীবনে অনেক বিষয় ও স্থান থেকে পালিয়ে যেতে পারলেও যা তুমি সত্যিই পছন্দ কর, তা থেকে কখনও পালিয়ে যেতে পারবে না। আর তাদের এ ব্যাপারটিই হচ্ছে সংগীত। বন্ধুরা, এখন গানটি শুনি। গান ২

২০০৯ সালে থাও ফাও চি হুয়া প্রথম মিদি রক সংগীত অ্যাওয়ার্ডসের বার্ষিক রক ব্যান্ড পুরস্কার পায়। একই বছর তারা দেশব্যাপী কনসার্ট ট্যুর আয়োজন করে। তাদের গানও আরও বেশি মানুষের কাছে পরিচিত হয়।

বন্ধুরা, এখন শুনুন থাও ফাও চি হুয়ার একটি সুন্দর গান 'উজ্জ্বল স্মৃতি'। গান ৩

২০১২ সালে থাও ফাও চি হুয়া নতুন অ্যালবাম 'বিশ্ব' প্রকাশ করে। একটি রক ব্যান্ড হলেও এই অ্যালবামের অনেক গান খুব কোমল ও পুরোপুরি তাদের বিশেষ বৈশিষ্ট্য প্রকাশিত হয়। এজন্য অ্যালবামটি অনেক জনপ্রিয় হয় এবং সে বছর চীনের রক সংগীত মহলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার লাভ করে। আর অ্যালবামের গান 'রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল তারা' অপ্রত্যাশিতভাবে চীনের সবচেয়ে জনপ্রিয় হিট গান হয়ে ওঠে এবং তা এখনও অনেক জনপ্রিয়। এই গানের কথাগুলো মনোমুগ্ধকর ও উত্সাহজনক। এতে বলা হয়, আশা করি আমার একটি পরিষ্কার মন ও আবেগপূর্ণ চোখ থাকবে, আবার বিশ্বাস করার সাহস হবে, মিথ্যা কথা পার হয়ে তোমাকে আলিঙ্গন করতে পারব। প্রতিবার মনের অর্থ খুঁজতে না পারলেও ও অন্ধকারে হারিয়ে যাব না। আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা আমাকে পথ দেখায়। বন্ধুরা, এখন এই সুন্দর গান শুনবো। গান ৪

বন্ধুরা, এবার আমরা শুনবো থাও ফাও চি হুয়ার একই অ্যালবামের অন্য একটি জনপ্রিয় গান। গানের নাম 'হাজার হাজার দুঃখ'। গানের নাম 'দুঃখ' হলেও আসলে শুধু দুঃখ বলে না, বরং তা মনের আশা ও ভালোবাসায় অবিচল থাকার সুন্দর একটি গান। বন্ধুরা, এখন গান 'হাজার হাজার দুঃখ' শুনবো।

গান ৫

'বিশ্ব' এই জনপ্রিয় অ্যালবাম প্রকাশের পর থাও ফাও চি হুয়াও ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। এরপর তারা বিভিন্ন সংগীত অনুষ্ঠানে অংশ নেয়, চমত্কার পারফরমেন্স করে; সবাই তাদের 'বিদ্রোহী কিন্তু কোমল ও উত্সাহিত' সংগীত ধারণা পছন্দ করতে শুরু করে।

বন্ধুরা, এখন শুনুন তাদের একটি সুন্দর গান 'যুগের স্বপ্ন'। গান ৬

বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা থাও ফাও চি হুয়ার আরও একটি সুন্দর গান 'যৌবনের গন্তব্যস্থল নেই' শুনবো। আশা করি তাদের গান আপনাদের ভালো লাগবে। গান ৭

(তুহিনা/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040