সড়ক দুর্ঘটনায় গত বছর বাংলাদেশে সাড়ে ৪ হাজার মানুষের মৃত্যু
  2020-01-04 19:08:11  cri
গত বছর বাংলাদেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪ হাজার ৭০২টি। এ সব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪ হাজার ৩৫৬ জন। আগের বছরের তুলনায় ৮০০ জন বেশি মারা গেছেন- যা শতকরা হিসেবে ১৫ ভাগ বেশি।

শনিবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সংবাদ সম্মেলনে এ পরিসংখ্যান তুলে ধরা হয়। সংগঠনটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন জানান, ২০১৯ সালে রেলপথে দুর্ঘটনা ঘটেছে ১৬২টি, নিহত হন ১৯৮ জন। অন্যদিকে ৩০টি নৌ দুর্ঘটনায় মারা যান ৬৪ জন আর নিখোঁজ হন ১১০ জন। বিভিন্ন গণমাধ্যম থেকে দুর্ঘটনার এ সব তথ্য নেয়া হয়েছে উল্লেখ করে অনেক দুর্ঘটনার খবর গণমাধ্যমে আসে না বলেও জানান তিনি।

অদক্ষ চালক, ত্রুটিপূর্ণ যানবাহন, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, রাস্তার ত্রুটি ও আইন না মানা এ সব দুর্ঘটনার কারণ বলে জানান তিনি। সাধারণ মানুষের পাশাপাশি প্রশাসনের কর্মকর্তাদেরও রাস্তায় নিয়ম না মানার বহুচিত্র দেখা যায় বলেও উল্লেখ করেন তিনি। সড়ক পরিবহন আইন ২০১৮ নিয়ে ব্রিভ্রান্তি ছড়ানো হচ্ছে উল্লেখ করে এ আইন প্রয়োগের তাগিদ দেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040