'ফুলের কুঁড়ি'
  2020-01-05 19:30:57  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে হংকংয়ের একজন বিখ্যাত শিল্পীর পরিচয় দেবো। তিনি হলেন লিয়াং ছাও ওয়েই। তিনি ১৯৬২ সালের ২৭ জুন চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। তিনি একজন অভিনেত্রী, কন্ঠশিল্পী ও জাতীয় প্রথম পর্যায়ের অভিনেতা। ১৯৮২ সালে তিনি আনুষ্ঠানিকভাবে বিনোদনজগতে প্রবেশ করেন। গত শতাব্দীর আশির দশকে তিনি অনেক টিভি সিরিজে অভিনয় করেন। এর মাধ্যমে তিনি চীনে জনপ্রিয় হয়ে ওঠেন। ১৯৯৪ সালে তিনি ১৪তম হংকং ফিল্ম অ্যাওয়ার্ডজের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন। ২০০০ সালে তিনি ৫৩তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন। তিনি চলচ্চিত্রের ক্ষেত্রে অনেক সাফল্য লাভ করার পাশাপাশি সংগীতেও সাফল্য অর্জন করেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'প্রতিদিন একটু ভালবাসা' শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন লিয়াং ছাই ওয়েই'র কন্ঠে 'প্রতিদিন একটু ভালবাসা' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে 'সাদা মেঘের গভীরে' শীর্ষক গান শোনাবো। গেয়েছেন লিয়াও বাই ওয়েই। তিনি একজন সংগীত-প্রযোজক। তিনি কুয়াংচৌ শহরের চতুর্দশ গণকংগ্রেসের প্রতিনিধি, কুয়াংতুং প্রদেশের বিশিষ্ট সংগীতজ্ঞ, কুয়াংচৌ শিল্পী সমিতির চেয়ারম্যান, চীনা সমাজ, অর্থনীতি ও সংস্কৃতি যোগাযোগ সমিতির স্থায়ী সদস্য, চীনা জাতীয় সংস্কৃতি ত্বরান্বিত সমিতির সদস্য, চীনা সংগীতজ্ঞ সমিতির সদস্য, কুয়াংতুং প্রদেশের অর্থনৈতিক প্রযুক্তি সহযোগী ও ত্বরান্বিত সমিতির ভাইস চেয়ারম্যান। ১৯৮৫ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'সাদা মেঘের গভীরে' শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন লিয়াও বাই ওয়েই'র কন্ঠে 'সাদা মেঘের গভীরে' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে চীনের বিখ্যাত পপশিল্পী লিন ই লুন'র কন্ঠে একটি গান শোনাবো। তিনি ১৯৭০ সালের ৪ এপ্রিল বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী, অভিনেতা ও টিভি হোস্ট। ১৯৯৩ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ১৯৯৪ সালের জানুয়ারিতে তাঁর প্রথম অ্যালবাম কুয়াংচৌ টিভি কেন্দ্রের শ্রেষ্ঠ দশ সংগীত ও শ্রেষ্ঠ সুরের তালিকায় স্থান পায়। ১৯৯৫ সালের সেপ্টেম্বরে তিনি চীনে ট্যুর কনসার্ট আয়োজন করেন। ১৯৯৭ সাল থেকে তিনি সিসিটিভি'র ক্রীড়া চ্যানেলে টিভি হোস্টের কাজ শুরু করেন। আজকের অনুষ্ঠানে শোনাবো তাঁর কন্ঠে 'ফুলের কুঁড়ি' শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন লিন ই লুন'র কন্ঠে 'ফুলের কুঁড়ি' গানটি। এখন আমি আপনাদের সামনে চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী লিন চি ইংয়ের পরিচয় তুলে ধরবো। তিনি ১৯৭৪ সালের ১৫ অক্টোবর চীনের তাইওয়ানের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন অভিনেতা, কন্ঠশিল্পী ও রেসার। তিনি অনেক অ্যালবাম প্রকাশ করেছেন এবং অনেক টিভি সিরিজ ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি হলেন তাইওয়ানের প্রথম পেশাদার রেসার ও সফল শিল্পপতি। তার নিজের রেসিং টিম রয়েছে। ২০১৮ সালে তিনি বিনোদনজগতে প্রবেশ করার ২৫তম বার্ষিকী উপলক্ষে বিশেষ অ্যালবাম প্রকাশ করেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'তোমার চোখ' শীর্ষক গান শোনাবো। এটি প্রথম গেয়েছেন তাইওয়ানের নারী কন্ঠশিল্পী ছাই ছিন। আশা করি, বন্ধুরা লিন চি ইংয়ের কন্ঠে গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন লিন চি ইংয়ের কন্ঠে 'তোমার চোখ' শীর্ষক গান। তিনি ১০ বছর বয়সে আরসি গাড়ি রেসে দ্বিতীয় স্থান পান। তখন থেকে পেশাদার রেসার হওয়া তাঁর স্বপ্নে পরিণত হয়। ১৫ বছর বয়সে তিনি পার্টটাইম কাজ করার মাধ্যমে নিজের প্রথম গাড়ি কেনেন এবং গাড়িটি রেসিং কারে রূপান্তরিত করেন। ১৬ বছর বয়সে লিন চি ইং নাটকে অভিনয় করার জন্য বিনোদন-কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন এবং আনুষ্ঠানিকভাবে বিনোদনজগতে প্রবেশ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে '১৭ বছর বয়সী বর্ষাকাল' শীর্ষক গান। গানটি ১৯৯২ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন লিন চি ইংয়ের কন্ঠে কয়েকটি গান। এখন শোনাবো সিঙ্গাপুরের কন্ঠশিল্পী লিন জুন চিয়ে'র কন্ঠে গান। তিনি ১৯৮১ সালের ২৭ মার্চ সিঙ্গাপুরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী, সুরকার ও গীতিকার এবং সংগীত-প্রযোজক। তিনি ২০০৩ সালে প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০০৪ সালে তিনি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করার পর জনপ্রিয় হয়ে ওঠেন। আজকের অনুষ্ঠানে শোনাবো তাঁর কন্ঠে 'জিরো ডিগ্রি চুম্বন' শীর্ষক গান। গানটি ২০১৩ সালে রিলিজ হয়। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/রুবী)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040