সুরের ধারায় ০৩.০১.২০
  2020-01-03 14:55:01  cri

শ্রোতাবন্ধুরা, নতুন বছরের প্রথম অনুষ্ঠানে আমরা বাংলা সংগীতের বিখ্যাত কণ্ঠশিল্পী ভারতীয় সংগীত জগতের পুরোধা ব্যক্তিত্ব ভূপেন হাজারিকার জনপ্রিয় কিছু গান শোনাব।

ভূপেন হাজারিকার গান বাণী ও বিষয়বৈচিত্র্যের দৃষ্টিকোণ থেকে বহুমুখী। তিনি আজীবন মানবতাবাদী, সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গির সঙ্গে যুক্ত ছিলেন বলে মানবপ্রেমই তাঁর গানের মূলকথা। তাঁর গানের মধ্যে মানবিকতা, দেশপ্রেম ও ধর্মনিরপেক্ষ চেতনার বহিঃপ্রকাশ চিরায়ত। বিশেষ করে 'মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য', 'আমায় একজন সাদা মানুষ দাও, যার রক্ত সাদা', 'আজ জীবন খুঁজে পাবি, ছুটে ছুটে আয়', 'গঙ্গা আমার মা, পদ্মা আমার মা', 'শরৎ বাবু, খোলা চিঠি দিলাম তোমার কাছে', 'সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল' ইত্যাদি গান।

ভূপেন হাজারিকার গানগুলো মানুষের মধ্যে জাত-পাতে, বর্ণবাদ ও ধর্মীয় সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে ওঠার ডাক দেয়। প্রতিবাদী কণ্ঠস্বরের মতো প্রেম নিয়েও অনেক গান দেখতে পাই। এই যেমন 'সহস্রজনে মোর প্রশ্ন করে', 'মাইয়া ভুল বুঝিস না, ও মাইয়া ভুল বুঝিস না' ইত্যাদি। চলুন তার আরও কিছু গান শুনি।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040