প্রেসিডেন্ট সি'র নববর্ষের শুভেচ্ছাবাণীর ভূয়সী প্রশংসা করেছেন নেপালের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান
  2020-01-02 15:26:05  cri

জানুয়ারি ২: প্রেসিডেন্ট সি'র নববর্ষের শুভেচ্ছাবাণীতে বিশ্বের জনগণ অভিন্ন উন্নয়নে আশাবাদী হয়ে উঠেছে। তাঁর বক্তব্যের ভূয়সী প্রশংসা করেছেন নেপালের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান জনাব প্রচণ্ড। গতকাল (বুধবার) চায়না মিডিয়া গ্রুপে দেওয়া এক সাক্ষাত্কারে এ প্রশংসা করেন তিনি।

তিনি বলেন, প্রেসিডেন্ট সি'র শুভেচ্ছাবাণীতে ২০১৯ সালে চীনা জনগণের একযোগে অর্জিত মহান সাফল্যের পর্যালোচনা করা হয় এবং ২০২০ সালের নতুন আশা-আকাঙ্ক্ষা ও দায়িত্ব উল্লেখ করা হয়। শুভেচ্ছাবাণী সাধারণ মানুষের প্রতি আন্তরিকতায় ভরপুর বলে তিনি মনে করেন। এতে বোঝা যায়, চীনা জাতির মহান পুনরুত্থানের চীনা স্বপ্ন দিন দিন বাস্তবায়িত হচ্ছে।

প্রচন্ড আরও বলেন, নতুন বছর চীন আরও উন্মুক্ত হবে এবং অর্থনীতি ও বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে অনেক সাফল্য অর্জন করবে বলে তিনি বিশ্বাস করেন। 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ অব্যাহতভাবে বাস্তবায়নের পাশাপাশি বিশ্বের সঙ্গে চীনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে এবং চীনের উন্নয়ন অবশ্যই বিশ্বের উন্নয়নকে বেগবান করবে বলে তিনি বিশ্বাস করেন।

নতুন বছরের প্রাক্কালে চীনের প্রেসিডেন্ট চায়না মিডিয়া গ্রুপ ও ইন্টারনেটের মাধ্যমে নববর্ষ ২০২০ সালের শুভেচ্ছাবাণী দেন। তারপর নেপালের প্রধান পত্র-পত্রিকা, মিডিয়া ও ওয়েবসাইট আলাদাভাবে তা প্রচার করে।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040