ভারতের 'চন্দ্রতরী ৩' প্রোব চাঁদে অবতরণ প্রকল্প শুরু
  2020-01-02 14:30:40  cri
জানুয়ারি ২: গতকাল (বুধবার) ভারতের মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান সিভান বলেন, 'চন্দ্রতরী ৩' প্রোব চাঁদে অবতরণ প্রকল্প অনুমোদিত হয়েছে এবং এর প্রস্তুতি কাজ চলছে।

এদিন বেঙ্গালুরুতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, 'চন্দ্রতরী ২' প্রকল্পের ভিত্তিতে নতুন প্রকল্প চালু করা হবে। এ প্রোব ২০২০ সালের শেষ নাগাদ বা ২০২১ সালে মহাকাশে পাঠানো হবে বলে ধারণা করা হয়।

জানা গেছে, ভারতের প্রথম মানববাহী নভোযান পরিকল্পনার অংশ হিসেবে জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে ভারতের বিমানবাহিনীর ৪জন সেনা রাশিয়ায় সংশ্লিষ্ট প্রশিক্ষণ গ্রহণ করবেন। ২০২২ সালে তিনজন ভারতীয় মহাশূন্যে ৭ দিন থাকবেন বলে জানানো হয়।

উল্লেখ্য, 'চন্দ্রতরী ২' ২০১৯ সালের ২২ জুলাই নিক্ষেপ করা হয়েছিল, তবে ৭ সেপ্টেম্বর চাঁদে অবতরণের সময় তা নিখোঁজ হয়ে যায়।

(সুবর্ণা/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040