বাংলাদেশে পাঠ্যপুস্তক উৎসব ২০২০ উদযাপন
  2020-01-01 18:06:36  cri

বছরের প্রথম দিনে শিশুদের হাতে নতুন বই তুলে দেয়ার মধ্য দিয়ে বরাবরের মতো এবারও পাঠ্যপুস্তক উৎসব উদযাপিত হয়েছে বাংলাদেশে।

বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে বই বিতরণ উৎসব ২০২০'র উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

জাকির হোসেন। এবার প্রাক-প্রাথমিক থেকে শুরু করে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে ৩৫ কোটি ৩৯ লাখ বই বিতরণ করা হবে। গত বছরের তুলনায় তা ২০ লাখেরও বেশি। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি এ সব বই ছাপিয়ে বিতরণ করছে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040