ফাইভ-জি নেটওয়ার্ক পরীক্ষায় টেলিকম অপারেটরদের ফ্রিকোয়েন্সি ব্যান্ড দেবে ভারত
  2020-01-01 16:03:55  cri
জানুয়ারি ১: ফাইভ-জি নেটওয়ার্ক পরীক্ষার জন্য দেশের সব টেলিকম অপারেটরের ফ্রিকোয়েন্সি ব্যান্ড দেবে ভারত। গতকাল (মঙ্গলবার) ভারতের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

চীনের চোংশিং টেলিকমিউনিকেশন ইকুইপমেন্ট কর্পোরেশনের ভারতীয় কোম্পানির দায়িত্বশীল কর্মকর্তা জানান, ভারতের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অনুরোধে সব টেলিকম অপারেটরকে আগামী ১০ দিনের মধ্যে আবেদন জমা দিতে হবে এবং চূড়ান্ত পরীক্ষার ৬ মাসের মধ্যে তা পুরোপুরি সম্পন্ন হবে।

ভারতের গণমাধ্যম জানায়, এই বিবৃতির মাধ্যমে চীনের টেলিযোগাযোগ যন্ত্রপাতি প্রস্তুতকারকদের ভারতে ফাইভ-জি নেটওয়ার্ক পরীক্ষায় অংশ নেওয়ার অনুমোদন দেওয়া হলো।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040