চীনের চেষ্টায় বৈশ্বিক ঘাটতি কমছে: সিআরআই সম্পাদকীয়
  2019-12-31 18:37:51  cri
ডিসেম্বর ৩১: আজ (মঙ্গলবার) চীন আন্তর্জাতিক বেতার বা সিআরাই 'চীনের অব্যাহত চেষ্টায় বৈশ্বিক ঘাটতি কমছে' শিরোনামে এক সম্পাদকীয় প্রকাশ করে।

সম্পাদকীয়তে মার্কিন লেখক থমাস ফ্রেডম্যানের একটি বইয়ের কথা উল্লেখ করে বলা হয়, বইটিতে জনগণকে বিশ্বায়নের ফলে সৃষ্ট বিশাল পরিবর্তনের কথা বলা হয়েছে। তবে, বিদায়ী ২০১৯ সালে, বিশ্বায়নের বিপরীত দিকে এগিয়েছে পৃথিবী। পরিচালনা, আস্থা, শান্তি ও উন্নয়নের ক্ষেত্রে 'ঘাটতির' চ্যালেঞ্জ দেখা যাচ্ছে।

এ প্রসঙ্গে ফ্রেডম্যান এক সাক্ষাত্কারে বলেন, বিশ্বের ভালো ও মন্দ নেই। কীভাবে বিশ্ব নিয়ন্ত্রণ করা যায়, সেটাই হলো গুরুত্বপূর্ণ বিষয়।

বিশ্বায়নবিরোধী নানা আঘাতের পরিপ্রেক্ষিতে গ্লোবাল গভর্নেন্স সংক্রান্ত যৌথ আলোচনা, নির্মাণ ও উপভোগের চিন্তাধারা উত্থাপিত হয়েছে।

২০১৯ সালে চীন জি-২০ গোষ্ঠী ও ব্রিক্সভূক্ত দেশসমূহের শীর্ষসম্মেলনসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সহযোগিতার প্লাটফর্মের মাধ্যমে জাতিসংঘ-কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা রক্ষা করেছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন সব আন্তর্জাতিক ও আঞ্চলিক তপ্ত ইস্যুর সমাধান প্রক্রিয়ায় অংশ নেয়। এ বছর চীন আন্তর্জাতিক সন্ত্রাসদমনের সামরিক মহড়ায় যোগ দেওয়া ছাড়াও, চীনের ২৫০০জন শান্তিরক্ষী সেনা বিশ্বের বেশ কয়েকটি সংঘাতপূর্ণ অঞ্চলে মোতায়েন করা হয়।

নতুন বছর বিশ্বের দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক এবং আন্তর্জাতিক পরিস্থিতির জটিলতার পরও চীনারা এসব প্রতিবন্ধকতা অতিক্রম করবে ও নতুন উন্নতি লাভ করবে বলে সম্পাদকীয়তে উল্লেখ করা হয়।

লিলি/তৌহিদ

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040