বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এই পাঠের শিরোনাম 'আকাশের বাজার' । চীনা ভাষা হলো:天上的街市 ti ān shàng de jiēshì।
বন্ধুরা, প্রথমে আপনাদের এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি।
'আকাশের বাজার' হচ্ছে চীনের বিখ্যাত আধুনিক সাহিত্যিক কুও মো রো'র ১৯২১ সালে লেখা একটি কবিতা। তার কবিতা মুক্ত ছন্দ, রূপক রোমান্টিকতা ও কল্পনা এবং আবেগপূর্ণ ভাষার জন্য বিখ্যাত। কবিকে চীনে নতুন কবিতার প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয়। 'আকাশের বাজার' এই কবিতার ভাষা সহজ আর ছন্দও বেশ সুন্দর। কবিতায় কুও মো রো তারকাময় আকাশকে সরগরম বাজারের সঙ্গে তুলনা করেছেন, মুক্ত ও উজ্জ্বল ভবিষ্যতের প্রতি তার আকুল আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন।
কবিতাটি এমন:
দূরে রাস্তার বাতি জ্বলছে, যেন অসংখ্য তারা চকচক করছে;
আকাশের তারা হাজির হয়ে, যেন অসংখ্য সড়ক-বাতি হয়েছে।
বিশ্বাস করি উচ্চমার্গীয় আকাশে, নিশ্চয়ই এক সুন্দর বাজার আছে।
সেখানে যা আছে, তা অবশ্যই অসাধারণ ও বিরল।
দেখো, ওই পরিষ্কার ছায়াপথ, নিশ্চয় বেশি চওড়া নয়।
তার দু'পাশের রাখাল তাঁতি, পথ চলে নির্ভয়।
আমি ভাবি, তারা আকাশের বাজারে ঘুরে বেড়ায়।
বিশ্বাস ন-হলে দেখো, ওই তারা উল্কা-ফানুস নিয়ে যায়!
বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:
天 আকাশ 天上 tiān shàng আকাশে
星星 xīng xing তারা। আকাশে তারা আছে: 天上有星星tiān shàng yǒu xīng xing ।
出现 chū xiàn হাজির হওয়া। সে হাজির হয়েছে他出现了 tā chū xiàn le। আকাশে রংধনু হাজির হয়েছে:天上出现了彩虹 tiān shàng chū xiàn le cǎi hóng।
街市 jiē shì বাজার। বাজারে ঘুরে বেড়ানো: 逛街 guàng jiē