নতুব বছর নতুন শুরু
  2020-01-03 08:55:22  cri


পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছর হাজির হয়েছে; তাকে স্বাগত জানাই আমরা। প্রিয় শ্রোতাবন্ধুরা অনুষ্ঠানের শুরুতে সবাইকে নতুন বছরের অফুরন্ত শুভেচ্ছা জানাই। এ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সঙ্গে একটি বছর কাটিয়েছি; অনেক চীনা গায়কের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি এবং অনেক সুন্দর গানও শুনিয়েছি। আশা করি, গত বছরের অনুষ্ঠানগুলো আপনাদের ভালো লেগেছে এবং চলতি বছর এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের আরও কিছু সুন্দর গান শোনাবো।

নববর্ষ হচ্ছে পুরানো বছরের শেষ ও নতুন বছরের শুরু। এ সময় নিজের জীবনের ফেলে আসা দিনগুলোর কথা মনে করা এবং নতুন পরিকল্পনা গ্রহণের ভালো সময়। যেমন, গত বছরের পরিকল্পনা বা লক্ষ্য কি বাস্তবায়ন হয়েছে? নতুন বছর নতুন কী করবেন, তা ঠিক করেছেন? যদি পুরানো পরিকল্পনা বাস্তবায়ন না হয়, সমস্যা নেই। কারণ, নতুন বছর তা বাস্তবায়নের সুযোগ আবারও আসবে। তাহলে, বছরের শুরুতেই এ সুযোগ কাজে লাগিয়ে নিজের পরিকল্পনা ও স্বপ্ন বাস্তবায়নে চেষ্টা করুন।

বন্ধুরা, এখন শুনুন চীনা গান 'শেষ ও শুরু'। গান ১

নতুন বছর সবসময় লোকদের মনে নতুন আশা জাগায়। আগের অবস্থা যাই হোক না কেন, মনে আশা থাকলে সুন্দর ভবিষ্যতের জন্য চেষ্টা করার সাহস ও শক্তি যোগাড় হয়। একটি গানের কথায় বলা হয়, 'অন্ধকার রাত শেষে নতুন সূর্য ওঠে। বৃষ্টির পর রংধনু দেখা যায়। জীবনে লাভের সঙ্গে ক্ষতিও জড়িয়ে থাকে। তবে বিশ্বাস করুন আমাদের হৃদপিণ্ড এত পাতলা নয়, জীবনের ফাঁক দিয়ে সূর্যের আলো দেখা যায়'।

বন্ধুরা, নতুন বছরের শুরুতে মনে আশার শক্তি অনুভব করুন!

চলুন, এবার আমরা গান 'ফাঁক দিয়ে সূর্যের আলো' শুনবো। গান ২

নতুন বছরে আপনি নিজের জন্য কী কী প্রত্যাশা করেন। আশা করি সবাই নিজের আশা পূরণের জন্য চেষ্টা করবেন। তবে নিজেকে কিন্তু বেশি চাপ দেবেন না। কারণ, স্বপ্ন পূরণ না হলেও সময়ের সঙ্গে সঙ্গে আমরা প্রতিদিন এগিয়ে যাবো, আরও পরিপক্ব হবো, শুধু নিজের মূল লক্ষ্য বজায় রাখলে সামনে আগানোর জন্য তা যথেষ্ট। বিশ্বাস করুন, সময়ের সঙ্গে সঙ্গে আমরা অবশ্যই গন্তব্যে পৌঁছে যাবো।

বন্ধুরা, এখন শুনুন চীনা গান 'ভবিষ্যতে নিজের কথা'। গান ৩

অনেকের মনে নতুন বছর মানে আরও এক বছর বেশি হওয়া। আর এ বাস্তবতায় খুশির কিছু নেই! প্রত্যেকেই তার যৌবন ধরে রাখতে চায়; তবে কেউ তা সত্যিই তা করতে পারে না। বার্ধক্য একটি অনিবার্য ব্যাপার। তবে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও ভালো হওয়া বা না হওয়া তো আপনার নিজের সিদ্ধান্ত। বয়স কোনো বোঝা নয় বরং সম্পদ! তাই, বয়স বাড়ার বিষয়ে কোনো চিন্তা করবে না; শুধু নিজের কাজ করে যান ও আরও ভালো হওয়ার চেষ্টা করুন।

বন্ধুরা, এখন শুনুন চীনা গান 'আগামীকাল'। গান ৪

বন্ধুরা, এবারের গানে আমরা শুনবো সিয়াও হুয়াং ছি'র গান 'ভালোভাবে নিজের জীবন কাটানো'। গানের কথামতো আশা করি, নতুন বছরে সবাই ভালোভাবে নিজের জীবন কাটাতে পারবেন। জীবনে কোনো কিছুই আপনা-আপনি পাওয়া যায় না; কিছু করতে চাইলে চেষ্টার মাধ্যমে পেতে হয়। সবসময় সাহসী থাকতে হয়, তাহলে জীবনের সব স্বাদ উপভোগ করা যায়।

বন্ধুরা, এখন গানটি শুনুন। গান ৫

বন্ধুরা, এখন আমরা শুনবো চীনের গায়িকা থিয়ান ফু চেন-এর গাওয়া খুব জনপ্রিয় একটি গান, গানের নাম 'ছোট সৌভাগ্য'। গানটি জনপ্রিয় চলচ্চিত্র 'আমার তরুণ সময়'-এর থিম সং। এটি ২০১৬ সালে 'তাইওয়ান গোল্ডেন মিউজিক অ্যাওয়ার্ডের' বার্ষিক শ্রেষ্ঠ গানের পুরস্কার জয় করে। আশা করি, গানটির মতো আপনাদের নতুন বছরে সৌভাগ্য আসবে।

বন্ধুরা, এখন 'ছোট সৌভাগ্য' গানটি শুনবো। গান ৬

বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা একসঙ্গে ছাই ছুন চিয়ার গান 'সুখী হবেন' শুনবো। আশা করি, নতুন বছরে সবাই সুখী জীবন লাভ করবেন, সব পরিকল্পনা ও স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন। গান ৭

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040