'বসন্তে জলের শব্দ'
  2019-12-31 10:27:17  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি প্রথমে নারী কন্ঠশিল্পী ওয়াং চেংয়ের গান শোনাবো। তিনি ১৯৮০ সালের ৩ জানুয়ারি শেনসি প্রদেশের সিআন শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী ও সংগীত-প্রযোজক। তিনি চীনা গণমুক্তি ফৌজের শিল্প একাডেমি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ২০০৬ সালে তিনি 'আমরা সবাই ভাল শিশু' শীর্ষক গানের মাধ্যমে বিনোদনজগতে প্রবেশ করেন। ২০০৮ সালে তিনি 'যত সহজ তত সুখী' শীর্ষক গান গাওয়ার পর চীনে জনপ্রিয় হয়ে ওঠেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে গানটি শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ওয়াং চেংয়ের কন্ঠে 'যত সহজ তত সুখী' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে চাং আই চিয়া'র সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৫৩ সালে চীনের তাইওয়ানে জন্মগ্রহণ করেন। তিনি একজন অভিনেত্রী, কন্ঠশিল্পী, চলচ্চিত্র সম্পাদক, চিত্রনাট্যকার, প্রযোজক। ১৯৭২ সালে তিনি একজন অভিনেত্রী হিসেবে বিনোদনজগতে প্রবেশ করেন। সে বছর তিনি প্রথমে চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি অনেক চলচ্চিত্র উত্সবে পুরস্কার লাভ করেছেন। ১৯৮৫ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'ভালবাসার দাম' শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন চাং আই চিয়া'র কন্ঠে 'ভালবাসার দাম' শীর্ষক গান। এখন আমি আপনাদের সামনে কন্ঠশিল্পী চাং দ্যে লান'র পরিচয় তুলে ধরবো। তিনি ১৯৬০ সালের ১০ নভেম্বর চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। তিনি হংকংয়ের একজন খুবই জনপ্রিয় প্রবীণ নারী কন্ঠশিল্পী। তিনি ছোটবেলা থেকে বিভিন্ন কার্টুনের থিম সং গাওয়া শুরু করেন। ২০০৪ সালে তিনি নিজের ক্লাসিক গানগুলো নিয়ে অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটিতে তাঁর সবচেয়ে জনপ্রিয় গানগুলি অন্তর্ভুক্ত হয়। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'বসন্তকালের সুন্দর দৃশ্য' শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন চাং দ্যে লান'র কন্ঠে 'বসন্তকালের সুন্দর দৃশ্য' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে চীনের তাইওয়ানের নারী কন্ঠশিল্পী চাং হুই মেই'র কন্ঠে গান শোনাবো। তিনি ১৯৭২ সালের ৯ অগাষ্ট চীনের তাইওয়ানের তাইদং জেলার বেইনান থানার থাইআন সম্প্রদায়ে জন্মগ্রহণ করেন। তিনি তাইওয়ানের সংখ্যালঘু জাতির একজন নারী কন্ঠশিল্পী। ১৯৯৬ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটি বিক্রি হয় রেকর্ডসংখ্যক। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে শোনাবো তাঁর কন্ঠে 'নীরব' শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন চাং হুই মেই'র কন্ঠে 'নীরব' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে আরেকজন চীনের হংকংয়ের প্রবীণ নারী কন্ঠশিল্পী চাং নান ইয়ান'র কন্ঠে গান শোনাবো। চাং নান ইয়ান গত শতাব্দীর আশির দশকে হংকংয়ে খুবই জনপ্রিয় ছিলেন। তিনি অনেক জনপ্রিয় চলচ্চিত্র ও টিভি সিরিজের থিম সং গেয়েছেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'উ জ্যে থিয়ান' শীর্ষক গান শোনাবো। উ জ্যে থিয়ান হলেন চীনের ইতিহাসে একমাত্র নারী সম্রাট। তিনি হলেন থাং রাজবংশের একজন সম্রাট। তাঁর প্রশাসনে চীন খুবই সমৃদ্ধ হয়। গানটি একই নামের টিভি সিরিজের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন চাং নান ইয়ান'র কন্ঠে 'উ জ্যে থিয়ান' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে চীনের একজন খুবই জনপ্রিয় লোকসংগীত কন্ঠশিল্পীর পরিচয় দেবো। তিনি হলেন চাং ইয়ে। তিনি ১৯৬৮ সালের ২৮ মে হুনান প্রদেশের ছাংশা শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন জাতীয় প্রথম পর্যায়ের অভিনেত্রী এবং চীন কনজারভেটরি অফ মিউজিকের একজন অধ্যপক। ১৯৯৮ সালে তিনি 'নতুন যুগে প্রবেশ' শীর্ষক গান গাওয়ার পর চীনের মূল ভূভাগে জনপ্রিয় হয়ে ওঠেন। ২০০৬ সালে তিনি প্রথমে নিজের একক কনসার্ট আয়োজন করেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'বসন্তে জলের শব্দ' শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/রুবী)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040