সহজ চীনা ভাষা—'পথের নাশপাতি ফুল'
  2019-12-30 16:39:30  cri

বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এর শিরোনাম 'পথের নাশপাতি ফুল', চীনা নাম 驿路梨花।

বন্ধুরা, এবার আপনাদের এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি। এই পাঠটি ১৯৭৭ সালে প্রকাশিত একটি ছোট উপন্যাস, লেখক ফেং চিং ফেং। পাঠে পাহাড়ের গভীরে একটি ছোট ভবনকে কেন্দ্র করে অন্যকে সহায়তা করার চেতনা প্রকাশিত হয়েছে। গল্পটি অনেকটা এমন:

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পাহাড়ের অনেক গভীরে দু'জন লোক থাই ইয়াং নামে একটি গ্রামের দিকে যাচ্ছিল। দিন প্রায় শেষ হয়ে আসে, কিন্তু কোনো গ্রাম দেখা যাচ্ছিল না। তারা বনে রাত কাটানোর চিন্তা করছিল। এমন সময় তারা পথের পাশে ছোট একটি ভবন দেখতে পায়। ঠিক তার পাশেই একটি নাশপাতি গাছে সুন্দর ফুল ফুটে আছে। ভবনে পানি আছে, খাবার আছে, বিছানা আছে কিন্তু কোনো লোক নেই, কী আশ্চর্য! তারা ভাবে, এটি হয়তো বনরক্ষকের ভবন, আর সে এখন বাইরে আছে। তারা বিশ্রাম নেওয়ার সময় এক বৃদ্ধ এসে হাজির হয়। তবে সেও ভবনের কেউ নয়, বরং ভবনে খাবার সরবরাহের লোক। বৃদ্ধ বলে, এখানে কোনো বনরক্ষক নেই, ভবনটি 'নাশপাতি ফুল' নামে হানি জাতির একটি মেয়ের, পাহাড়ে পথচারীদের সুবিধা দেওয়ার জন্যই ভবনটি তৈরি করা হয়েছে। রাত পার হলে সবাই চলে যাওয়ার সময়ে হঠাৎ তারা হানি জাতির একটি মেয়েকে দেখতে পায়। সবাই তাকে 'নাশপাতি ফুল' বলে ডাকে ও ধন্যবাদ জানায়। তবে মেয়েটি বলে, নাশপাতি ফুল তার বড় বোন, আর এই ছোট ভবন এক দল গণমুক্তি ফৌজ নির্মাণ করেছিল। ১০ বছর আগে তারা এই পাহাড় পার হবার সময় কোনো বিশ্রামের জায়গা না পেয়ে ছোট এই ভবনটি প্রতিষ্ঠা করে। পরবর্তীতে পথচারীরাও এতে উপকৃত হয়।

বন্ধুরা, উপন্যাসটি কল্পিত, তবে গল্পটি সত্য। চীনের ইয়ুননান প্রদেশের পাহাড়ে গণমুক্তি ফৌজের প্রতিষ্ঠিত ছোট ছোট অনেক ভবন সত্যিই আছে। অন্য কোনো কারণ নয়, শুধুমাত্র অচেনা-অজানা পথচারীদের সহায়তা করার জন্যই এমন মহত্ উদ্যোগ।

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

邮局 yóu jú ডাকঘর

寄信 jìxìn চিঠি পাঠানো 收信 shōu xìn চিঠি পাওয়া

梨花 lí huā নাশপাতি ফুল 花 ফুল huā开花 kāi huāফুল ফোটা

帮助 bāng zhù সাহায্য করা 助人为乐 zhù rén wéi lè অন্যকে সাহায্য করে খুশি হওয়া 我们应该互相帮助 wǒ mén yīng gāi hù xiāng bang zhù আমাদের উচিত পরস্পরকে সাহায্য করা।

休息xīu xi বিশ্রাম নেওয়া 你需要休息 nǐ xū yào xīu xiতোমার বিশ্রাম নেওয়া দরকার।

谢谢 ধন্যবাদ জানানো

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040