ঢাকা প্রধানমন্ত্রীল দিকনির্দেশনামূলক বক্তব্য: মনোবল চাঙ্গা করবে সশস্ত্রবাহিনীর
  2019-12-29 19:01:54  cri

গত কয়েকদিনে নৌ, বিমান ও সেনাবাহিনীর নবীন কর্মকর্তাদের কয়েকটি শিক্ষা সমাপনী কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যশোর ও চট্টগ্রামে এ সব অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীতে কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ভাষণ দেন। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে তার সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী। আজকের সংবাদ পর্যালোচনায় আমরা নজর দেব এ বিষয়টির দিকে।

২২ ডিসেম্বর চট্টগ্রামে নেভাল একাডেমিতে মিডশিপম্যান-২০১৭ আলফা ও ডাইরেক্ট এন্ট্রি অফিসার-২০১৯ ব্রাতো ব্যাচের শিক্ষা সমাপনী রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিয়মমাফিক তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে কমিশন পাওয়া নবীন কর্মকর্তাদের মধ্যে ব্যাজ বিতরণ করেন সরকার প্রধান।

নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ভাষণে প্রধানমন্ত্রী বলেন, দেশের মর্যাদা উজ্জ্বল করতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। বলেন, অর্থনৈতিকভাবে বাংলাদেশ যেমন এগিয়েছে, তেমনি রাজনৈতিকভাবেও গণতন্ত্র সুদৃঢ় করার মধ্য দিয়ে এ অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে নৌবাহিনীর অবদানের কথা স্মরণ করেন।

২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে নৌ বাহিনীর আধুনিকায়নে তার সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

বিমানবাহিনীর ক্যাডেটদের শিক্ষা সমাপনী রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দিতে ২৬ ডিসেম্বর যশোর যান প্রধানমন্ত্রী। বিএএফ একাডেমিতে ফ্লাইট ক্যাডেটদের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে তিনি নবিন কর্মকর্তাদের ট্রফি, সনদপত্র ও ফ্লাইং ব্যাজ প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানসহ বিমান বাহিনীর সদস্যদে আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। বলেন, বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করেই আওয়ামী লীগ বিমান বাহিনীর উত্তরোত্তর উন্নতির উদ্যোগ নেয় এবং আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন বাহিনী গড়ে তোলে। গত এক দশকে বিমান বাহিনী আগের চেয়ে অনেক উন্নত, দক্ষ ও চৌকস হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

বাংলার আকাশ মুক্ত রাখতে, দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীকে সর্বদা সজাগ ও প্রস্তুত থাকতে হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। পথভ্রষ্ট না হয়ে উন্নত চরিত্র ও মানসিক দৃঢ়তায় বিমান বাহিনী আরো সুশৃঙ্খল বাহিনী হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা।

২৯ ডিসেম্বর চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৭৭তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের ক্যাডেটদের শিক্ষা সমাপনী রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দেন প্রধনমন্ত্রী। কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণের পর যথারীতি নবীন

কর্মকর্তাদের সেনাবাহিনীর স্বর্ণপদক, সোর্ড অব অনারসহ বিভিন্ন পদক তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীকে আধুনিক, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে সরকার কাজ করছে। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় সশস্ত্রবাহিনীর প্রশংসা করেন সরকার প্রধান।

সেনাবাহনীতে শৃঙ্খলা বজায় রাখতে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মেনে চলতে আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি অধস্তনদের প্রতি খেয়াল রাখতে এবং বিশেষ যত্নবান হবে উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন তিনি। বলেন, জাতির জনক বিশেষভাবে এ নির্দেশনা দিয়ে গেছেন।

সেনাবাহিনীতে নারীদের অংশগ্রহণ আরো বাড়াতে তার সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। নবীন কর্মকর্তাদের সাফল্য কামনা করে তিনি বলেন, তাদের মনে রাখতে হবে সততাই শক্তি। দেশ গড়ার দায়িত্ব সকলের উল্লেখ করে দেশকে ভালোবেসে দেশের সম্মান বজায় রাখতে সশস্ত্রবাহিনীকে কাজ করে যাওয়ার আহবান জানান প্রধানমন্ত্রী।

সপ্তাহ খানেকের মধ্যে সশস্ত্র বাহিনীর তিন তিনটি অনুষ্ঠানের নবীন কর্মকর্তাদের শিক্ষাসমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক বক্তব্য নিশ্চিতভাবে নবীন কর্মকর্তাদের পাশাপাশি তিন বাহিনীর মনোবল চাঙ্গা করবে।

ঢাকা থেকে মাহমুদ হাশিম।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040