উল্লেখ্য, এবারের উৎক্ষেপণের মাধ্যমে প্রধানত লংমার্চ ৫ রকেটের সামষ্টিক পরিকল্পনা, বিভিন্ন ব্যবস্থার যথার্থতা ও সমন্বয়-ব্যবস্থা পরীক্ষা করা হয়। পরবর্তী মহাকাশ মিশনের সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু প্রযুক্তি নিয়েও এতে পরীক্ষা করা হয়।
এবারের উৎক্ষেপণের সফলতায় প্রমাণিত হয় যে, চীন আরও ভারী মহাকাশযান পাঠাতে বা আরও দূর মহাকাশে মহাকাশযান প্রেরণে সক্ষম। এটি ভবিষ্যতে চাঁদ অনুসন্ধানের তৃতীয় পর্যায় এবং প্রথম মঙ্গল অনুসন্ধান ও মানুষবাহী মহাকাশযানসহ গুরুত্বপূর্ণ প্রকল্পের ভিত্তি ও পূর্বশর্ত।
শিচিয়েন ২০ উপগ্রহটি নতুন জিওস্টেশনারি কক্ষপথ প্রযুক্তি যাচাইকরণ উপগ্রহ। এটি বেশ কিছু প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষার কাজ চালাবে এবং জিও-সিনক্রোনাইস কক্ষপথ যোগাযোগ সম্প্রচার পরিষেবার কাজও করবে।
লিলি/তৌহিদ