সিন চিয়াং নিয়ে বড় মিথ্যা তৈরি ও প্রচার করা হচ্ছে: সিআরআই সম্পাদকীয়
  2019-12-27 18:24:25  cri
ডিসেম্বর ২৭: যুক্তরাষ্ট্রের নিউজ ওয়েবসাইট 'গ্রে জোন' সম্প্রতি এক নিবন্ধে বলেছে, তারা বিস্তারিত তদন্তের মাধ্যমে চীন-বিরোধী সংস্থা ও ব্যক্তিবর্গের সিন চিয়াং নিয়ে করা মিথ্যাচারের প্রমাণ পেয়েছে। প্রতিবেদনে আন্তর্জাতিক সমাজের সামনে সিন চিয়াংয়ের বাস্তবতা তুলে ধরা হয়। এতে পশ্চিমা দেশগুলোর ভণ্ডামিও প্রকাশিত হয়ে যায়।

গ্রে জোনের সম্পাদক ম্যাক্স ব্রুমেনথাল ও কানাডার লেখক অজিত সিং যৌথভাবে এ তদন্ত-প্রতিবদেন তৈরি করেন। তারা বলেন, সিন চিয়াং দশ লাখ মুসলমানকে বন্দি রাখার তথাকথিত খবর মিথ্যা।

গ্রেজোন প্রথমে 'চীনের মানবাধিকার সংরক্ষক ওয়েবসাইট'-এর মিথ্যা তুলে ধরে। এ সংস্থা গত বছর জাতিসংঘ বৈষম্য নির্মূল কমিশনের কাছে উত্থাপিত এক প্রতিবেদনে বলে যে, উইগুর জাতির ১০ লাখ লোককে সিন চিয়াংয়ের শিক্ষা ও প্রশিক্ষণকেন্দ্রে ভর্তি করানো হয় এবং ২০ লাখ মানুষকে সিন চিয়াংয়ের শিক্ষামূলক প্রকল্পে অংশ নিতে বাধ্য করা হয়। গ্রে জোনের তদন্ত অনুসারে, সংস্থাটি মাত্র ৮ জন উইগুর জাতির লোকের স্বাক্ষাত্কার নিয়ে প্রতিবেদনটি তৈরি করে। অথচ প্রতিবেদনে ১০ থেকে ২০ লাখ মানুষের কথা উল্লেখ করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়।

তা ছাড়া গ্রেজোনের তদন্ত অনুযায়ী, এন্ড্রিয়ান জেনস নামক ডানপন্থি খ্রিস্টান রাতারাতি সিন চিয়াং বিষয়ে বিশেষজ্ঞে পরিণত হন। তিনি ওয়াল স্ট্রিট জার্নালসহ নানান পত্রিকায় সিন চিয়াং বিষয়ে মিথ্যা প্রচারণা চালাতে শুরু করেন। তুরস্কের একটি উইগুর গণমাধ্যমের বরাত দিয়ে তিনি সিন চিয়াংয়ে '১০ লাখ বন্দি'র খবর ছড়িয়ে দেন। অথচ তিনি একশ্রেণির বিচ্ছিন্নতাবাদী ও চরমপন্থির সমর্থক হিসেবে পরিচিত। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040