চলতি বছর চীনের অর্থনীতি সার্বিকভাবে স্থিতিশীল ছিল: সিআরআই সম্পাদকীয়
  2019-12-25 18:30:41  cri
ডিসেম্বর ২৫: ২০১৯ সালে চীনের অর্থনীতি কঠিন দেশি-বিদেশি চ্যালেঞ্জের সম্মুখীণ হয়। এ বছর বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি হ্রাস পায়। পাশাপাশি চীনের অর্থনীতিতে কাঠামোগত ও ব্যবস্থামূলক সমস্যাও দেখা দেয়। এ প্রেক্ষাপটেও সারা বছরে চীনের অর্থনীতি চাপ থেকে বেরিয়ে স্থিতিশীল ছিল। এসময় অর্থনীতির নতুন চালিকাশক্তি যুক্ত হয় এবং গণজীবিকা খাতে ব্যাপক উন্নয়ন ঘটে।

বিশাল বাজার ও অভ্যন্তরীণ চাহিদা চীনের অর্থনীতির স্থিতিশীলতার মূল কারণ। ১৪০ কোটি জনসংখ্যা এবং ৪০ কোটি মধ্যবিত্তের সুবিধা রয়েছে চীনের, কোনো দেশের সঙ্গে যার তুলনা চলে না। চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে চীনের অর্থনীতির প্রবৃদ্ধিতে ৬০.৫ শতাশ অবদান রেখেছে ভোগ। ভোগ এখন চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি।

সংস্কার ও উন্মুক্তকরণ নীতির কারণে চীনের অর্থনীতির জন্য প্রযুক্তিগত ও আর্থিক ভিত্তি স্থাপন সম্ভব হয়েছে। গত ৪০ বছরে চীন বিশ্বের উন্নয়নের ইতিহাসে 'চীনা বিষ্ময়' সৃষ্টি করেছে। চীনে আছে ৯০ কোটি শ্রমশক্তি। নব্যতাপ্রবর্তনের সূচকের দিক দিয়ে বর্তমানে বিশ্বের ১৪তম অবস্থানে রয়েছে চীন, যা দেশটির হুমকি ও চ্যালেঞ্জ মোকাবিলার শক্তি বাড়িয়েছে। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040