চলচ্চিত্রের গান
  2019-12-26 14:34:20  cri


বন্ধুরা, ২০১৯ সালে চীনে অনেক জনপ্রিয় গান প্রকাশিত হয়েছে। এসব গানের মধ্যে এক ধরনের গানের কথা উল্লেখ করতে হয়। সেগুলো হলো চলচ্চিত্রের জন্য রচিত বিভিন্ন গান। চীনা চলচ্চিত্রের বাজার সমৃদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে, ভালো চলচ্চিত্রের পাশাপাশি তার রচিত গান গুলোও ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চলতি বছর চীনের সবচেয়ে জনপ্রিয় কয়েকটি চলচ্চিত্রের গান আপনাদের শোনাবো।

প্রথম যে গানটি আমরা শুনবো এর নাম 'পরবর্তীতে ভবঘুরে হবো'; গেয়েছেন চাং পি ছেন। চলতি বছর চীনের বক্স অফিস সবচেয়ে জনপ্রিয় 'ন্য চা'-এর গান। এটি চীনের অ্যানিমেটেড চলচ্চিত্রের বক্স অফিসে রেকর্ড সৃষ্টি করেছে। চলচ্চিত্রটি চীনের পৌরাণিক কাহিনী 'ন্য চা' অনুসারে রচিত হয়। জন্ম থেকেই ন্য চা'র অসাধারণ দৈব শক্তি ছিল। এই গল্পে বলা হয়, সবাই তাকে গ্রহণ করায় হতাশায় নিমজ্জিত হয়। তবে ন্য চা বিপদ থেকে সবাইকে উদ্ধার করে। 'পরবর্তীতে নিজে ভবঘুরে হবো' এই গানের মাধ্যমে ন্য চা' তার মনের কথা বলে। বন্ধুরা, এখন গানটি শুনি। গান ১

বন্ধুরা, এখন আমরা শুনবো গান 'go wandering'; গেয়েছেন চৌ পি ছাং। চলতি বছর চীনের সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র 'The Wandering Earth'-এর একটি গান এটি। চলচ্চিত্রটি চীনের সবচেয়ে বিখ্যাত বিজ্ঞান কল্পকাহিনীর লেখক লিউ ছি সিনের একটি উপন্যাস অবলম্বনে রচিত হয়। গল্পটি একটি অবিশ্বাস্য কল্পনা: যখন সৌরজগতে মানবজাতির বেঁচে থাকার পরিবেশ নষ্ট হয়ে যায়, তখন মানুষ স্পেসশিপে করে নয় বরং পুরো পৃথিবী নিয়ে অন্য গ্যালাক্সিতে স্থানান্তরিত হবে। সাধারণ বিজ্ঞান কল্পকাহিনীর মতো নয়, দুঃখের পাশাপাশি এক ধরনের রোমান্টিক ও আশার কথাও এতে প্রকাশিত হয়েছে। চলুন গানটি শুনি। গান ২

পরের গানে আমরা শুনবো চীনের কমেডি চলচ্চিত্র প্যাসেজ-এর থিম সং, গানের নাম 'অর্ধেক জীবন', গেয়েছেন চীনের জনপ্রিয় গায়ক আ সিন। এই চলচ্চিত্রে বলা হয় এক রেসিং গাড়ি চালকের বিভিন্ন বাধা অতিক্রম করে আবারও প্রতিযোগিতায়ে ফিরে আসার গল্প। প্রধান চরিত্রের চেষ্টার মধ্যে প্রতিটি মানুষ তার নিজের জীবনের ছায়া দেখতে পাবে। আর এই গানে বলা হয়, আমার অর্ধেক জীবন অজানায় হারিয়ে গেছে, তাহলে বাকি অর্ধেক জীবন সফল করতে হবে।

বন্ধুরা, এখন গান 'অর্ধেক জীবন' শুনবো। গান ৩

এখন আমরা শুনবো চলচ্চিত্র 'looking up'-এর গান 'যে লোক তোমাকে বিশ্বাস করে'; গেয়েছেন চীনের জনপ্রিয় গায়ক ছেন ই সিয়ুন। চলচ্চিত্রে বলা হয় বাবা-ছেলে, শিক্ষা ও বড় হওয়া সম্পর্কিত একটি মনোমুগ্ধকর গল্প। চলচ্চিত্রের প্রধান চরিত্র বাবার শিক্ষায় ও উত্সাহে নিজের স্বপ্ন সম্পন্ন পূরণ করে একজন মহাকাশচারী হয়েছেন। বন্ধুরা, এখন শুনুন 'যে লোক তোমাকে বিশ্বাস করে' গানটি। গান ৪

পরের গানের নাম 'দমকলকর্মী'; গেয়েছেন চাং উন হুই। গানটি চলচ্চিত্র 'The Bravest'-এর থিম সং। গানের নাম থেকেই বোঝা যায় এটি দমকলকর্মী-সম্পর্কিত একটি চলচ্চিত্র; এটি চীনের পেট্রোলিয়াম বিস্ফোরণের বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হয়েছিল। চলচ্চিত্রের থিম সং হিসেবে গানে দমকলকর্মীদের অসাধারণ সাহস ও উত্সর্গের গল্প বলা হয়। বন্ধুরা, চলুন গানটি শুনি। গান ৫

পরের গানে আমরা শুনবো চলচ্চিত্র 'সুন্দর সময়ের' থিম সং, গানের নাম 'আমরা ভালো হবো', গেয়েছেন চীনের জনপ্রিয় গায়ক লিন চুন চিয়ে। চলচ্চিত্রে বিশেষ একটি বিষয় স্কুলে বুলিং নিয়ে খুব দুঃখের একটি গল্প বলা হয়। অভিনেতাদের শ্রেষ্ঠ অভিনয়ের জন্য চলচ্চিত্রটি অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। গল্প দুঃখের হলেও গানে গায়কের কোমল সুর ও কথায় সবাই এক ধরনের প্রশান্তি পায়।

বন্ধুরা, এখন গান 'আমরা ভালো হবো' শুনবো। গান ৬

অনুষ্ঠানের শেষে আমরা শুনবো গান 'আমার সুখ কামনা করুন'; গেয়েছেন ইয়াং নাই উন। গানটি চীনের চলচ্চিত্র 'so long, my son'-এর থিম সং। এটি দুটি পরিবারের বিদায় এবং পুনর্মিলনের গল্প, আর চলচ্চিত্রটি বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের শ্রেষ্ঠ অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার লাভ করে।

বন্ধুরা, এখন গান 'আমার সুখ কামনা করুন' শুনবো। গান ৭

(তুহিনা/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040