
গানটি ম্যাকাওয়ের প্রতীকী সোনালি পদ্মের থিমের ভিত্তিতে তৈরি করা হয়। এই গানে মাতৃভূমির কোলে ফিরে আসার পর ম্যাকাওয়ের অসাধারণ অভিজ্ঞতা ও বিকাশের সাফল্য নিয়ে মাতৃভূমির কথা বলা, ম্যাকাও ও মাতৃভূমির সংবেদনশীল নির্ভরতা তুলে ধরা এবং ম্যাকাওবাসীর যুবকদের শুভেচ্ছা জানায়।
তাহলে বন্ধুরা চলুন, এখন গানটি শুনবেন।