বাংলাদেশের ইস্টার্ন ব্যাংক চীনের ইউনিয়নপে ক্রেডিট কার্ড ইস্যু করবে
  2019-12-23 18:49:30  cri

ডিসেম্বর ২৩: বাংলাদেশের ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) এখন থেকে গ্রাহকদের মধ্যে চীনের ইউনিয়নপে ক্রেডিট কার্ড ইস্যু করবে। নতুন এই কার্যক্রম চালু উপলক্ষ্যে গতকাল (রোববার) ঢাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি চি মিং উপস্থিত ছিলেন। গত বছরের নভেম্বরে বাংলাদেশের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক প্রথম সেদেশে ইউনিয়নপে কার্ড ইস্যু করা শুরু করে।

অনুষ্ঠানে ঢাকায় চীনের রাষ্ট্রদূত বলেন, ইউনিয়নপে ইন্টারন্যাশনালের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে ইবিএল-এর ইউনিয়নপে ক্রেডেট কার্ড কার্যক্রম চীন-বাংলাদেশ আর্থিক সহযোগিতার অগ্রগতির পথে একটি মাইলফলকস্বরূপ।

রাষ্ট্রদূত বলেন, বিশ্বের ১৭৪টি দেশ ও অঞ্চলে ইউনিয়নপে কার্ড গ্রহণ করা হয়। বাংলাদেশে ইবিএলের এই কার্ড চালুর ফলে নতুন নতুন ব্যবসা-সুযোগ সৃষ্টি হবে।

রাষ্ট্রদূত আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা ক্রমাগত বেড়েছে। ২০১৮ সালে দু'দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১৮৭০ কোটি মার্কিন ডলারে পৌঁছায়, যা আগের বছরের চেয়ে ১৬.৮ শতাংশ বেশি।( শিশির/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040