বেইজিংয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সি চিন পিংয়ের বৈঠক
  2019-12-23 18:39:01  cri

ডিসেম্বর ২৩: আজ (সোমবার) বেইজিংয়ের গণমহাভবনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে সি চিন পিং জোর দিয়ে বলেন, বর্তমান বিশ্বে সংরক্ষণবাদ, একতরফাবাদ ও আধিপত্যবাদ মাথা চাড়া দিয়ে উঠছে এবং বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার প্রতি হুমকি সৃষ্টি করছে। এ প্রেক্ষাপটে, একটি দায়িত্বশীল বড় দেশ হিসেবে, চীন বরাবরের মতোই নিজের উন্নয়নকে বৈশ্বিক উন্নয়নের প্রবণতার সঙ্গে সংযুক্ত করার কাজ করে যাচ্ছে। বিভিন্ন দেশের সঙ্গে সমতা ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে যৌথভাবে কাজ করতে ইচ্ছুক বেইজিং।

তিনি বলেন, চীন ও দক্ষিণ কোরিয়া এশিয়া তথা বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী দেশ। গেল দু'বছরে, দু'দেশের সম্পর্ক স্থিতিশীলভাবে উন্নত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে দু'পক্ষের উচিত পরস্পরের কেন্দ্রীয় স্বার্থ ও উদ্বেগকে আমলে নিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে প্রচেষ্টা চালানো।

সি চিন পিং আরও বলেন, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের সঙ্গে দক্ষিণ কোরিয়ার উন্নয়ন-কৌশলকে সংযুক্ত করা সম্ভব। চীন-দক্ষিণ কোরিয়া অবাধ বাণিজ্য চুক্তির দ্বিতীয় পর্যায়ের আলোচনায়ও গতি সঞ্চার করতে হবে। শিক্ষা, ক্রীড়া, তথ্যমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের মধ্যে বিনিময় জোরদার করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

জবাবে মুন জায়ে-ইন বলেন, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের সঙ্গে দক্ষিণ কোরিয়ার উন্নয়ননীতিকে সংযুক্ত করার কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং যৌথভাবে 'তৃতীয় পক্ষ বাজার' উন্নয়নবিষয়ক সহযোগিতা জোরদার করা হবে। তিনি আরও বলেন, তাঁর দেশ হংকং ও সিনচিয়াং ইস্যুকে চীনের অভ্যন্তরীণ ব্যাপার হিসেবে গণ্য করে।

এসময় দু'নেতা কোরীয় উপদ্বীপের বর্তমান পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন। অষ্টম চীন-জাপান-দক্ষিণ কোরিয়া সম্মেলনে অংশ নিতে সম্প্রতি বেইজিং আসেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট। (শিশির/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040