ভারতের উত্তরপ্রদেশে 'নাগরিকত্ব আইন'-সংশ্লিষ্ট দাঙ্গায় নিহতের সংখ্যা ১৫ জনে উন্নীত
  2019-12-22 16:24:26  cri

ডিসেম্বর ২২: গতকাল (শনিবার) ভারতের উত্তরপ্রদেশে একজন পুরুষ 'নাগরিকত্ব আইন'-সংশ্লিষ্ট দাঙ্গায় নিহত হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। ভারত পুলিশ এ তথ্য জানায়।

পুলিশ জানায়, গেল তিন দিনে ৮ বছর বয়সী একটি ছেলেসহ ১৫ জন দাঙ্গা-হাঙ্গামায় নিহত হয়েছে। এদের কেউ পুলিশের গুলিতে নিহত হয়নি। এদিকে, রাজধানী লাখনৌ-সহ রাজ্যের ১২টি অঞ্চলে মোবাইল ইন্টারনেট-সেবা বন্ধ করে দেওয়া হয়েছে এবং জনসমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের ১০ ও ১১ তারিখ 'নাগরিকত্ব আইন'-এর সংশোধনী বিল যথাক্রমে ভারতীয় সংসদের নিম্নকক্ষ ও উচ্চকক্ষে পাস হয়। এ বিল অনুযায়ী ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে পৌঁছানো পাকিস্তান, বাংলাদেশ, ও আফগানিস্তানের ৬টি ধর্মের অবৈধ অভিবাসীদেরকে নাগরিকত্ব দেবে ভারত। তবে মুসলমানদের নাগরিকত্ব দেওয়া হবে না। সংশোধনীটি গৃহীত হবার পর গোটা ভারতে সরকার-বিরোধী বিক্ষোভ-সমাবেশ শুরু হয়। (শিশির/আলিম/রুবি))

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040