১. ২০২৩ সালের মধ্যে চীনের মোট জিডিপি'র প্রায় ৫১.৩ শতাংশ হবে ডিজিটালাইজেশানসম্পর্কিত। কারণ, চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসাকে ডিজিটালাইজ করার প্রক্রিয়া জোরদার করেছে। বৈশ্বিক বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি এ পূর্বাভাস দিয়েছে।
প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুসারে, ২০২৫ সালের মধ্যে চীনের ৮০ শতাংশ নতুন কর্পোরেট অ্যাপ্লিকেশান কৃত্রিম বুদ্ধামত্তা প্রযুক্তি ব্যবহার করবে।
২. চীনের রাষ্ট্রীয় পরিষদের দারিদ্র্যবিমোচন কার্যালয়ের মহাপরিচালক লিউ ইয়ুং ফু সম্প্রতি বলেছেন, ২০১৯ সালে চীনে এক কোটিরও বেশি মানুষ দারিদ্র্যমুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, দারিদ্র্যবিমোচন-প্রক্রিয়া চলছে—এমন কিছু অঞ্চলে পানীয় জলের গুরুতর সমস্যা রয়েছে। কিছু কিছু অঞ্চলে অবকাঠামো নির্মাণ ও শিল্পায়নের ভিত্তি খুব দুর্বল। তাই সেসব অঞ্চলে দারিদ্র্যমুক্তি অর্জন অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে।
লিউ ইয়ুং ফু বলেন, ২০২০ সাল হবে চীনের দারিদ্র্য থেকে সম্পূর্ণ মুক্তির বছর। তবে, দারিদ্র্যমুক্তির জন্য কাজ করার দায়িত্ব শুধু সরকারের নয়, এটা গোটা সমাজের যৌথ দায়িত্ব। এতে সামাজিক সংস্থাগুলোর সক্রিয় ভূমিকা পালন করা দরকার।
৩. আগামী কয়েক বছর, বিভিন্ন মৌলিক প্রকল্পে, চীনের হংকং বিশেষ প্রশানিক অঞ্চলের সরকারের বার্ষিক গড় ব্যয় হবে ১৩০০ কোটি মার্কিন ডলার। এসময় সরকারি ও বেসরকারি উদ্যোগে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের মোট মূল্য দাঁড়াবে স্থানীয় মোট উত্পাদন-মূল্যের প্রায় ১০ শতাংশ। হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম সম্প্রতি হংকংয়ে 'নির্মাণে সৃজনশীলতা' শীর্ষক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান।
৪. প্রথম পর্যায়ের চীন-মার্কিন বাণিজ্যচুক্তির ঘোষণা বৈশ্বিক অর্থবাজারকে স্থিতিশীল করেছে। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার অর্থ মন্ত্রণালয় থেকে এ মন্তব্য করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি চীন ও যুক্তরাষ্ট্র প্রথম পর্যায়ের অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তির বিষয়বস্তু নিয়ে মতৈক্যে পৌঁছায়। এই মতৈক্য হয়েছে সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে।
৫. ব্রুনেই থেক খরমুজ আমদানি করবে চীন। সম্প্রতি দু'দেশের মধ্যে এসংক্রান্ত একটি চুক্তি বেইজিংয়ে স্বাক্ষরিত হয়েছে। ব্রুনেইয়ের সম্পদ ও পর্যটন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, চীনের শুল্ক সাধারণ প্রশাসনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ব্রুনেইয়ের সম্পদ ও পর্যটন মন্ত্রণালয়। চুক্তিতে ব্রুনেইয়ের পক্ষে পর্যটনমন্ত্রী হাজি আলি এবং চীনের পক্ষে শুল্ক সাধারণ প্রশাসনের ভাইস মিনিস্টার চাং চিওয়েন স্বাক্ষর করেন।
এর আগে ব্রুনেইয়ের পর্যটনমন্ত্রী তিন দিনের সফরে বেইজিং আসেন। তিনি চীনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং চীনের বাজারে তার দেশে উৎপাদিত কৃষিপণ্যের প্রবেশাধিকার নিয়ে আলোচনা করেন।
৬. কেনিয়ায় সম্প্রতি চীনের সহায়তায় নির্মিত নাইরোবি-মালাবার রেলপথের একাংশের উদ্বোধন উপলক্ষ্যে নাইরোবিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ দূত হিসেবে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ওয়াং ইয়োং এবং কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ওয়াং ইয়োং বলেন, মোমবাসা-নাইরোবি রেলপথের বর্ধিত অংশ হিসেবে নাইরোবি-মালাবার রেলপথের একাংশের কাজ শেষ হওয়া কেনিয়া তথা আফ্রিকার জন্য একটি বড় ঘটনা। এটি চীন-কেনিয়া ও চীন-আফ্রিকা সহযোগিতার আরেকটি নিদর্শন এবং যৌথভাবে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বাস্তবায়ন-প্রচেষ্টার ফল। চীন 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের কাঠামোয় কেনিয়া তথা আফ্রিকার সঙ্গে সহযোগিতা চালিয়ে যাবে এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা বলেন, কেনিয়ার অর্থনীতি ও সমাজ উন্নয়নে ব্যাপক সমর্থন ও সাহায্য করে যাওয়ায় তাঁর দেশের জনগণ চীনের প্রতি কৃতজ্ঞ। দু'দেশের বন্ধুত্বপূর্ণ কল্যাণকর সহযোগিতা ভবিষ্যতে গভীরতর হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
৭. পাকিস্তানের লাহোর রেল পরিবহন প্রকল্পের কাজ সম্প্রতি আনুষ্ঠানিকভাবে শেষ হয়। এটা পাকিস্তানের প্রথম শহর রেল পরিবহন প্রকল্প এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের অংশ।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে এ প্রকল্পের অবস্থান। প্রকল্পে বিনিয়োগের পরিমাণ ১৬০ কোটি মার্কিন ডলার। ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়। এ রেলপথে ২৬টি স্টেশন আছে। ২০২০ সালের শুরুর দিকে রেলপথটি আনুষ্ঠানিকভাবে চালু হবে।
এ প্রকল্পে ব্যবহার করা হয়েছে উন্নত চীনা প্রযুক্তি ও সরঞ্জাম, যা বিশ্বমানের।
৮. চলতি বছর মিসরে সংযুক্ত আরব আমিরাতের মোট বিনিয়োগের পরিমাণ ছিল ৭২০ কোটি মার্কিন ডলার। ২০১৮ সালে বিনিয়োগের পরিমাণ ছিল ৬৬০ কোটি মার্কিন ডলার। মিসরের বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় সম্প্রতি এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, বর্তমানে মিসরের বাজারে আরব আমিরাতের ১১৬৫টি কোম্পানি ব্যবসা করছে। এসব কোম্পানি রিয়েল এস্টেট, পর্যটন, তেল ও জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও কৃষি খাতে বিনিয়োগ করেছে।
৯. ২০২০ ও ২০২১ সালে মরক্কোর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে যথাক্রমে ৩.৮ ও ৩.৭ শতাংশ। দেশটির কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি এ পূর্বাভাস দিয়েছে।
ব্যাংকের পূর্বাভাস অনুসারে, চলতি বছর দেশটির জিডিপি প্রবৃদ্ধি হবে ২.৬ শতাংশ, যা ২০১৮ সালের চেয়ে কম। কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি ও পর্যটন খাতের উন্নয়নের ফলে ২০১৮ সালে দেশটির জিডিপি প্রবৃদ্ধি ৩ শতাংশ হয়।
১০. এবারের 'সুপার সেটারডে' তথা বড়দিনের আগের শনিবার ১৪ কোটি ৭৮ লাখ মার্কিনি ভোক্তা কেনাকাটা করবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি এক জরিপ থেকে এ তথ্য উঠে এসেছে।
জরিপ অনুসারে, এবার সুপার সেটারডেতে ক্রেতার সংখ্যা গত বছরের তুলনায় ১০ শতাংশ বাড়বে।
১১. চলতি ডিসেম্বর মাসের প্রথম ১০ দিনে দক্ষিণ কোরিয়ার রফতানি গত বছরের একই সময়কালের তুলনায় বেড়েছে ৭.৭ শতাংশ। শুল্ক বিভাগসূত্রে এ তথ্য জানা গেছে।
শুল্ক বিভাগ জানায়, ১০ দিনে রফতানি দাঁড়ায় ১২৯০ কোটি মার্কিন ডলারে। এর মধ্যে চীনে রফতানি বেড়েছে ৬.১ শতাংশ।
১২. পয়লা জানুয়ারি থেকে বাংলাদেশের ব্যাংকগুলোতে সুদের হার সিঙ্গেল ডিজিট (১০ শতাংশের নিচে) কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে এসংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে এবং শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। গত বুধবার ঢাকায় সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, হাইকোর্ট সুদের হার সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে নির্দেশ দিয়েছে। তবে যারা ভালো ঋণগ্রহীতা তাদের বিপদ থেকে উদ্ধার করতে এ প্রচেষ্টা, যারা টাকা নিয়ে টাকা শোধ করেনি তাদের জন্য নয়।
অর্থমন্ত্রী বলেন স্টেকহোল্ডারদের সঙ্গে কয়েক দফা বসে ঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যানুফ্যাকচারিং খাতে সিঙ্গেল ডিজিট ঠিক থাকবে। সারা বিশ্বে কোথাও বাংলাদেশের মতো এত উচ্চ হারে সুদ নেই।
১৩. রাষ্ট্র মালিকানাধীন ও বিশেষায়িত ব্যাংকগুলোর কর্মকর্তাদের ব্যক্তিগত উদ্দেশ্যে বিদেশভ্রমণ সীমিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এ সংক্রান্ত একটি অফিস-আদেশ জারি করা হয়েছে। খেলাপি ঋণ আদায়ে গতি বাড়ানোই এমন নির্দেশনার লক্ষ্য।
গত ১৫ ডিসেম্বর জারি করা অফিস-আদেশে বলা হয়, রাষ্ট্রের মালিকানাধীন এবং বিশেষায়িত ব্যাংকের খেলাপি ঋণ হ্রাসকল্পে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নেওয়া সত্ত্বেও ঋণ আদায়ে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের ঋণ পুনঃতপশিল ও এককালীন এক্সিট সংক্রান্ত বিশেষ নীতিমালা অনুযায়ী ২ শতাংশ হারে ডাউন পেমেন্ট দিয়েই খেলাপি ঋণ আদায়ে কার্যক্রম চলমান রয়েছে, যার মেয়াদ হাইকোর্ট ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছেন। ফলে খেলাপি ঋণ আদায় জোরদারকরণে ব্যাংক কর্মকর্তাদের যথাযথভাবে সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ কার্যক্রম নেওয়া প্রয়োজন। কিন্তু ব্যাংক কর্মকর্তাদের অতিমাত্রায় ব্যক্তিগত বিদেশভ্রমণ প্রতিষ্ঠানের দাপ্তরিক কার্যক্রমে ধীরগতিসহ ঋণ আদায়ে সরকার নির্ধারিত কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হচ্ছে। তাই কর্মকর্তাদের মাধ্যমে যথাযথভাবে কার্য সম্পাদনের লক্ষ্যে ব্যক্তিগত পর্যায়ে অপরিহার্য প্রয়োজন ব্যতীত বিদেশ ভ্রমণ সীমিতকরণ আবশ্যক।
১৪. এক মাসের কম সময়ের ব্যবধানে বাংলাদেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। ২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বেড়েছে। গত বুধবার বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার থেকে এ দাম কার্যকর হয়।
নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৫৯ হাজার ১৯৫ টাকায় বিক্রি হবে; ২১ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হবে ৫৬ হাজার ৮৬২ টাকায়; আর ১৮ ক্যারেট বিক্রি হবে ৫১ হাজার ৮৪৬ টাকা দরে। তবে সনাতন পদ্ধতির স্বর্ণের দামে কোনো পরিবর্তন হয়নি। এ স্বর্ণ বিক্রি হবে ২৯ হাজার ১৬০ টাকা ভরি।
বাজুস সভাপতি এনামুল হক খান দোলন সাংবাদিকদের জানান, টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধি এবং স্থানীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বাড়ার কারণে স্বর্ণের দামও বেড়েছে।
(আলিমুল হক)