মাতৃভূমিতে ফেরার ২০তম বার্ষিকী উপলক্ষ্যে ম্যাকাওয়ে মনোজ্ঞ পতাকা উত্তোলন অনুষ্ঠান
  2019-12-20 16:54:02  cri

ডিসেম্বর ২০: আজ (শুক্রবার) ম্যাকাওয়ের মাতৃভূমির কোলে ফেরার ২০তম বার্ষিকী। এ উপলক্ষ্যে সকাল ৮টায় চীনের ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের পৌর সরকার সোনালি পদ্ম চত্বরে মনোজ্ঞ পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করে।

বিশেষ প্রশসনিক অঞ্চলের পঞ্চম প্রশাসক হো লাত সেং ও পৌর সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা এবং ম্যাকাওয়ে চীনের কেন্দ্রীয় যোগাযোগ কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় কার্যালয়, গণ-মুক্তিফৌজ বাহিনী পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেয়। এ ছাড়া, ম্যাকাওয়ের স্থানীয় অনেক মানুষ ও পর্যটক ওই চত্বরে উপস্থিত ছিলেন।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040