কুও ফেং
  2019-12-19 09:53:19  cri

কুও ফেং ১৯৬২ সালের ১৪ সেপ্টেম্বর চীনের সিছুয়ান প্রদেশে জন্মগ্রহণ করেন। চীনের মূল ভূভাগের পপ সঙ্গীত মহলের একজন কন্ঠশিল্পী, পিয়ানোবাদক, গীতিকার, পরিচালক তিনি। তিনি সিছুয়ান প্রদেশের সিছুয়ান আর্টস স্কুল থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

কুও ফেং সঙ্গীত-পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় বাবা'র প্রভাবে গান শিখতে শুরু করেন। তিন বছর বয়সের

সময় কুও ফেং পিয়ানো বাজানো শিখতে শুরু করেন।

১৩ বছর বয়সে কুও ফেং সিছুয়ান আর্টস স্কুলের পিয়ানো বিভাগে ভর্তি হন। ১৮ বছর বয়সে তিনি স্কুল থেকে স্নাতক হন এবং স্কুলের একজন শিক্ষক হিসেবে চাকরি পেয়ে যান। তখন থেকে তার ১৮ বছরের পিয়ানোবাদকের জীবন শুরু হয়।

১৪ বছর বয়সে কুও ফেং-এর নিজের রচিত প্রথম গান 'চাঁদের আলো' প্রকাশিত হয়। ১৮ বছর বয়সে তিনি চীনের গীতিকার সমিতির সবচেয়ে তরুণ সদস্য হন।

১৯৮৫ সালে কুও ফেং চীনের তুংফাং নৃত্যগীতি দলে যোগ দেন। ১৯৮৮ সালে কুও ফেং জাপানে সঙ্গীত শিখতে যান। তারপর ১৯৯১ সালে তিনি সিংগাপুরে সঙ্গীত শিখতে যান। ১৯৯৫ সালে তিনি চীনে ফিরে তাঁর সঙ্গীতজীবন অব্যাহত রাখেন।

কুও ফেং গণকল্যাণমূলক কাজেও সক্রিয়ভাবে অংশ নিয়েছেন এবং অবদান রেখেছেন।

১৯৮৬ সালে আন্তর্জাতিক শান্তি বর্ষ উদযাপনের জন্য তিনি এক শ কন্ঠশিল্পীকে নিয়ে একটি বড় আকারের কনসার্ট আয়োজন করেন। তিনি এই কনসার্টের জন্য 'এই বিশ্বকে ভালোবাসাপূর্ণ করব' রচনা করেন। এই গান চীনের পপসঙ্গীতের জগতে নতুন যুগের সূচনা করে।

১৯৮৭ সালে আন্তর্জাতিক পরিবেশ রক্ষা বর্ষের জন্য তিনি বিখ্যাত কন্ঠশিল্পীদের নিয়ে 'পৃথিবীর শিশু' নামের গানটি পরিবেশন করেন।

১৯৮৮ সালে আন্তর্জাতিক বন্যপ্রাণী সুরক্ষা বর্ষের জন্য তিনি 'মানবজাতির বন্ধু' নামক গানটি রচনা করেন এবং বিখ্যাত কন্ঠশিল্পীদের নিয়ে গানটি যৌথভাবে পরিবেশন করেন।

১৯৯৭ সালে কুও ফেং চীনের রাষ্ট্রীয় ক্রীড়া কমিশনের উদ্যোগে 'তরুণ হৃদয়' নামের গান রচনা করেন। গানটি রচনার উদ্দেশ্য ছিল সবাইকে শরীরচর্চায় উদ্বুদ্ধ করা। এই গানে চীনের এক শ বিখ্যাত ক্রীড়া-তারকা অংশ নেন।

১৯৯৮ সালে কুও ফেং বেইজিংয়ে 'চিরদিনের কুও ফেং' নামের ব্যক্তিগত কনসার্ট আয়োজন করেন। উল্লেখযোগ্য বিষয় হল, এই কনসার্টের সব গান তাঁর নিজের রচিত।

২০০০ সালে অলিম্পিক গেমস আয়োজনের আবেদন করার সময় তিনি 'স্বপ্ন বাস্তবায়ন' নামে একটি গান রচনা করেন। এর সঙ্গে তিনি 'স্বপ্ন বাস্তবায়ন' নামে কনসার্ট ট্যুরও আয়োজন করেন।

২০০১ সালে কুও ফেং ২১তম বিশ্ববিশ্ববিদ্যালয় গেমসের থিম সং 'আমরা বন্ধু' রচনা করেন।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে কণ্ঠশিল্পী কুও ফেং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040