লি হাং লিয়াং
  2019-12-19 09:51:38  cri

লি হাং লিয়াং ১৯৮৩ সালের ২০ মার্চ চীনের হু পেই প্রদেশের সিয়াং ইয়াং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন বিখ্যাত পপসঙ্গীত-শিল্পী।

লি হাং লিয়াং হুপেই প্রদেশের স ইয়াংফান শহরের একটি সাধারণ শ্রমিক পরিবারে জন্মগ্রহণ করেন। উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথমবারের মতো মঞ্চে ওঠার অভিজ্ঞতা লাভ করেন তিনি। তখন থেকে তিনি নিজেই গান গাওয়া ও গিটার বাজানো শিখতে শুরু করেন। এছাড়া তিনি উচ্চ বিদ্যালয়ের সঙ্গীত ব্যান্ডেও যোগ দেন।

উচ্চ বিদ্যালয় পাস করার পর লি হাং লিয়াং হুয়াচুং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে তিনি বেশ কিছু সঙ্গীত প্রতিযোগিতায় পুরস্কার জিতে নেন। তাঁর মায়ের মৃত্যুর পর ও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার আগে, লি হাং লিয়াং দশ হাজারেরও বেশি দর্শকের একটি কনসার্ট আয়োজন করেন এবং কনসার্টে তিনি সঙ্গীতের স্বপ্ন ছেড়ে দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর লি হাং লিয়াং ডিজাইনার হিসেবে কাজ করা শুরু করেন। তবে বিশ্বজুড়ে আর্থিক সংকটের কারণে তিনি এ পেশায় খুব একটা সুবিধা করতে পারেননি। ফলে লি হাং লিয়াং আবার সঙ্গীতের জগতে ফিরে আসেন এবং পানশালায় গান গাইতে শুরু করেন।

২০১২ সালের সেপ্টেম্বর মাসে লি হাং লিয়াং-এর অ্যালবাম 'একজনের হৃদয় জয় করতে চাই' প্রকাশিত হয়। ২০১৩ সালের অগাস্ট মাসে তাঁর দ্বিতীয় চীনা ভাষার অ্যালবাম 'সরল স্বপ্নকে ভুলে যাবে না' প্রকাশিত হয়।

২০১৪ সালের ১৪ মার্চ লি হাং লিয়াং-এর তৃতীয় অ্যালবাম 'উজ্জ্বল করা' বাজারে আসে। একই বছরের ১৮ মে লি হাং লিয়াং-এর বিয়ে হয়।

২০১৪ সালের অক্টোবর মাসে লি হাং লিয়াং 'স্মৃতিতে সেই মানুষ' শীর্ষক গানটি রিলিজ করেন।

২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে লি হাং লিয়াং-এর গান 'বসন্তের বাতাসের সঙ্গে তোমার তুলনা চলে না' রিলিজ হয়।

২০১৬ সালের ২১ জানুয়ারি লি হাং লিয়াং-এর গান 'তোমাকে খুব মিস করি' প্রকাশিত হয়। একই বছরের ২৯ এপ্রিল লি হাং লিয়াং 'উ হান শহরের প্রেমের গল্প' বাজারে আসে। ১৫ জুন তাঁর চতুর্থ অ্যালবাম 'স্বপ্নের মানুষ' প্রকাশিত হয়।

২০১৭ সালের ৫ জানুয়ারি লি হাং লিয়াং-এর গান 'ভালোবাসার যৌবন' প্রকাশিত হয়। ২১ জুন তার গান 'এখানে আছি' বাজারে আসে। ১৬ নভেম্বর লি হাং লিয়াং-এর গান 'দেরিতে বাসায় ফিরে যাবো' রিলিজ হয়।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে কণ্ঠশিল্পী লি হাং লিয়াং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040